প্রীতি পোদ্দার, কলকাতা: ধারাবাহিকের নিত্যনতুন মোড় বেশ দারুণ পছন্দ করেন সিরিয়াল প্রেমীরা। আবার অনেকসময় এমন অনেক পুরোনো ধারাবাহিক থাকে যেগুলি দর্শকদের মনে একটা ভালোবাসার ছাপ ফেলে দেয়। সেই কারণে বারংবার ওই ধারাবাহিকগুলোকে রিপিট টেলিকাস্ট করার অনুরোধ করে দর্শকদের একাংশ। বাধ্য হয়েই দর্শকদের মন রাখতে পুরোনো ধারাবাহিক নিয়ে আসা হয়। তবে সম্প্রতি বেশ কিছু পুরোনো হিন্দি ধারাবাহিক বাংলায় সংস্করণ করে এবার টেলিকাস্ট হতে চলেছে জি বাংলার পর্দায়। আর তা নিয়েই এবার দানা বেঁধেছে বিতর্ক।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
এক সময় জি বাংলারই (Zee Bangla) হিন্দি সংস্করণ জি টিভিতে বেশ জনপ্রিয় মেগা ছিল ‘ইশক সুবহান আল্লা’। সেই সময় দর্শকদের বেশ মন জয় করেছিল এই ধারাবাহিক। সম্প্রতি জানা যাচ্ছে এবার খুব শীঘ্রই আসছে জি এর পর্দায়। তবে হিন্দিতে নয় বাংলায়। ‘ইশক সুবহান আল্লা’ ধারাবাহিকটি বাংলায় সংস্করণ করে জি বাংলার পর্দায় টেলিকাস্ট হতে চলেছে। ইতিমধ্যেই মেগার প্রোমো প্রকাশ্যে এসেছে। কিন্তু এবার সেই প্রোমো নিয়ে উঠল তুমুল বিতর্ক। ভালোবাসার বদলে ক্ষোভ উগড়ে দিচ্ছে দর্শকরা।
ধারাবাহিকের প্রোমো
জি বাংলার ইশক সুবহান আল্লা ধারাবাহিকের প্রোমোয় দেখা গিয়েছে দাঙ্গার মত পরিবেশ, চারিদিক বেশ অশান্ত, আগুন জ্বলছে চারিদিক তার মাঝে ধারাবাহিকের নায়িকা ও তার বন্ধুরা আটকে পড়েছে। সমস্যার বেড়াজাল থেকে না বেরোতে পারে শেষে নায়কের কাছে নায়িকা তার বন্ধুদের নিয়ে মসজিদে আশ্রয় চায়। তবে মসজিদে আশ্রয় দেওয়ার পর নায়ক জানতে পারে, নায়িকার বন্ধুরা মুসলিম নয় বরং হিন্দু। এবং তখনই নায়কের সঙ্গে নায়িকার ধর্ম নিয়ে নানা কথাবার্তা হয়। আর তাঁদের সেই কথোপকথন নিয়ে ক্ষোভ উগড়ে দেয় নেটিজেনরা। আসলে বর্তমানে মুর্শিদাবাদে ওয়াকফ বিল প্রত্যাহার নিয়ে যে গুমোট পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে এই হেন ধারাবাহিক টেলিকাস্ট করা একদমই প্রযোজ্য নয় বলে মনে করছেন সকলে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
নেটিজেনদের প্রতিক্রিয়া
অস্থির পরিস্থির প্রসঙ্গ টেনে এক দর্শক কমেন্ট বক্সে জানিয়েছেন, ‘এই অস্থির আবহে এরকম সিরিয়াল দেখানোর খুব দরকার ছিল কি?’ আবার আরেক নেটিজেন কমেন্ট করে লিখেছেন যে, ‘আল্লাহর নাম নিয়ে এই নাটক বানানোর অধিকার আপনাদের কে দিয়েছে?’ তবে সকলেই যে এই ধারাবাহিকের বিরুদ্ধে কথা বলছেন তা নয়, অনেকেই আবার এই ধারাবাহিক নিয়ে প্রশংসাও করেছেন। একজন লেখেন, ‘এই সিরিয়ালটায় ইসলাম ধর্ম নিয়ে অনেক ভালো ভালো বার্তা আছে। সবাই দেখবেন খুব ভালো একটা মেগা। যাঁরা আগে দেখেছেন তাঁরা নিশ্চই জানেন। তাই আগে থেকে রেগে যাবেন না।’ যদিও এই ধারাবাহিক আদেও টেলিকাস্ট হবে কি না সেই নিয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ কোনো মতামত প্রেরণ করেনি।