Zilla Parishad Purba Medinipur Recruitment 2025: উচ্চ মাধ্যমিক পাসে গ্রাম পঞ্চায়েত স্তরে মেডিকেল অফিসার নিয়োগ, জারি বিজ্ঞপ্তি | Job In West Bengal
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সুস্বাস্থ্য পরিষেবাকে আরো শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল এবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। সম্প্রতি জেলার গ্রাম পঞ্চায়েত স্তরের তরফ থেকে আয়ুষ বিভাগে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশন (NHM) এবং রাজ্য বাজেটের অধীনে এই নিয়োগ করা হবে বলেই জানানো হয়েছে।
কোন পদে কটি শূন্যপদ রয়েছে, কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, আবেদন কীভাবে করবেন ইত্যাদি বিষয়গুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদের সংখ্যা ৫৯টি। হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পদের জন্য ৫৪টি শূন্যপদ রয়েছে এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদের জন্য ২টি শূন্যপদ রয়েছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তবে এখানেই শেষ নয়। তবে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পদের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BHMS ডিগ্রি থাকতে হবে এবং আয়ুর্বেদদিক মেডিকেল অফিসার পদে আবেদন করার জন্য যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BAMS ডিগ্রি থাকতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৫০ বছর। নুন্যতম কোন বয়স সীমা উল্লেখ করা নেই।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার কোন ঝামেলা নেই। আবেদনপত্রটি পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট করে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আসতে হবে।
তবে মনে রাখবেন, এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে।
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now
সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুক্ষণ তারপরেই বাংলাজুড়ে ধেয়ে আসছে শিলাবৃষ্টি সঙ্গে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া…
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: কয়েক বছর আগে পেগাসাস (Pegasus) সফ্টওয়্যারের মাধ্যমে বিরোধীদের ফোনে আড়ি পাতার…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার গুজরাতের বিপক্ষে আগুন ঝরিয়েছেন 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।…
Business Idea: গাছের প্রতি ভালবাসা থেকে শুরু, আর সেই ভালোবাসাকেই পুঁজি করে এবার আত্মনির্ভর হয়েছে…
যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং সরকারি রেশনের সুবিধা পেতে চান, তাদের জন্য এক গুরুত্বপূর্ণ…
মাহিন্দ্রা XUV700 ভারতীয় SUV বাজারে একটি উল্লেখযোগ্য সংযোজন। এর আধুনিক ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং উন্নত…
This website uses cookies.