সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। সুস্বাস্থ্য পরিষেবাকে আরো শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল এবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। সম্প্রতি জেলার গ্রাম পঞ্চায়েত স্তরের তরফ থেকে আয়ুষ বিভাগে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশন (NHM) এবং রাজ্য বাজেটের অধীনে এই নিয়োগ করা হবে বলেই জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কোন পদে কটি শূন্যপদ রয়েছে, কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, কত টাকা বেতন দেওয়া হবে, আবেদন কীভাবে করবেন ইত্যাদি বিষয়গুলি জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদ এবং শূন্যপদের বিবরণ | District Medical Officer Recruitment 2025 |
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদের সংখ্যা ৫৯টি। হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পদের জন্য ৫৪টি শূন্যপদ রয়েছে এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদের জন্য ২টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তবে এখানেই শেষ নয়। তবে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পদের জন্য যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BHMS ডিগ্রি থাকতে হবে এবং আয়ুর্বেদদিক মেডিকেল অফিসার পদে আবেদন করার জন্য যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BAMS ডিগ্রি থাকতে হবে।
বয়স সীমা কত লাগবে?
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৫০ বছর। নুন্যতম কোন বয়স সীমা উল্লেখ করা নেই।
আবেদন কীভাবে করবেন?
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার কোন ঝামেলা নেই। আবেদনপত্রটি পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট করে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আসতে হবে।
তবে মনে রাখবেন, এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে।
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
অফিশিয়াল বিজ্ঞপ্তি- Download Now