অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন, লঞ্চ কবে দেখুন

ফোল্ডেবল আইফোন কবে আসবে বাজারে? এই প্রশ্ন গত বছর ধরেই ঘোরাফেরা করছে অ্যাপলপ্রেমীদের মনে। তাঁদের জন্য অবশেষে শোনা গেল সুখবর। প্রথম Foldable iPhone বা iPad আগামী বছর প্রকাশ হতে পারে। ব্লুমবার্গের মার্ক গারম্যান দাবি করেছেন, অ্যাপল আগামী বছরের প্রথম দিকে তাদের প্রথম ফোল্ডেবল মডেল বাজারে আনার পরিকল্পনা করছে।

Apple ফোল্ডেবল iPhone আনছে আগামী বছর?

READ MORE:  iPhone 16e Offer:১০ হাজার টাকার ছাড়ে নতুন iPhone 16e, এখানে রয়েছে অবিশ্বাস্য অফার | iPhone 16e 10000 Rupees Discount

স্যামসাং, শাওমি, ভিভো, ওপ্পো, এবং শাওমির মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলি ইতিমধ্যেই একাধিক প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন বাজারে এনেছে। এমনকি সেই তালিকায় নাম লিখিয়ে গুগলও। কিন্তু অ্যাপল এখনও সেরকম কোনও ডিভাইস প্রকাশ করেনি। তবে সূত্রের দাবি সঠিক হলে, ২০২৬ সালেই অপেক্ষার অবসান ঘটতে পারে।

অ্যাপলের প্রথম ফোল্ডেবল মডেল আইফোন নাকি আইপ্যাড হবে তা এখনও স্পষ্ট নয়। ফোন বা ট্যাব ছাড়াও, কোম্পানি ফোল্ডেবল গ্যাজেটের এক নতুন লাইনআপ ঘোষণা করতে পারে বলেও শোনা যাচ্ছে। এমনকি ম্যাক লাইনআপে ফোল্ডেবল ল্যাপটপ যুক্ত হতে পারে বলে জল্পনা চলছিল, কিন্তু মার্ক গারম্যান সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। তাঁর মতে, এটি বাজারে আসতে প্রচুর দেরি।

READ MORE:  ৬ হাজার টাকার কমে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Samsung স্মার্টফোন, এক্ষুনি অর্ডার করুন

তিনি আরও জানিয়েছেন, ভাঁজযোগ্য আইফোন নাকি বর্তমানে কোয়ালিটি কন্ট্রোল সমস্যার সম্মুখীন হচ্ছে। সবকিছু ঠিকঠাক চললে, এটি ২০২৬ সালে লঞ্চ হতে পারে। অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন একটি নোটবুক স্টাইলের ফোল্ডেবল মডেল হতে পারে। তবে মনে রাখবেন যে এখন সবই জল্পনা। খবরটি নিশ্চিত করার জন্য অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  আগামী বছরেই আসছে Apple এর ফোল্ডেবল iPhone, ১২ ইঞ্চি ডিসপ্লে সহ থাকবে দুর্দান্ত ক্যামেরা

Scroll to Top