অপেক্ষার অবসান, জুনেই কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

গত বছরই বিশ্বকাপের খরা কাটিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হাত ধরে অবশেষে রঙিন রঙ্গমঞ্চে শিরোপা উঠেছে আর্জেন্টিনার ঘরে। স্বপ্নের সেই রাত হয়তো আজও ভুলতে পারিনি মেসির কোটি কোটি সমর্থক। তবে লিওনেল মেসির স্বপ্ন সার্থক করে তুলেছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শেষ মুহূর্তে ফরাসি স্ট্রাইকার কোলো মুয়ানির জোরালো শট বাঁচিয়ে হয়ে উঠেছিলেন বিশ্বকাপের নায়ক। এবার সেই বিশ্বকাপ জয়ী গোলকিপার তথা এমিলিয়ানো মার্টিনেজ আসতে চলেছে কলকাতার মাটিতে।

READ MORE:  IPL 2025: IPL শুরুর দু'সপ্তাহ আগেই চরম নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের! ব্যাপক ক্ষতির মুখে BCCI | Government Of Imposes Restrictions On BCCI

বিশ্ব ফুটবলের কিংবদন্তি খেলোয়ারদের মধ্যে পেলে, দিয়েগো মারাদোনা, দিয়েগো ফোরলান, লিওনেল মেসি, অলিভার কান, কার্লোস ভালদেরামার মতো তারকারা ইতিপূর্বে পা দিয়েছেন কলকাতার পবিত্র মাটিতে। এবার সেই মাটিতে আসতে চলেছেন আর্জেন্টিনার ৩৬ বছরের স্বপ্ন সত্যি করা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে কবে তিনি কলকাতার মাটিতে অবতরণ করবেন সে প্রসঙ্গে কোনো রকম তথ্য প্রকাশ করেনি উদ্যোক্তারা। তবে তিনি যে জুনেই কলকাতার মাটিতে পদার্পণ করবেন, সেটা স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

READ MORE:  Weather Today: রবিবার বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে ২ জেলা, সঙ্গী বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া! আজকের আবহাওয়া | West Bengal Weather Today Rain In 2 Districts

আমরা আপনাদের জানিয়ে রাখি, কাতার বিশ্বকাপে নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন এই আর্জেন্টিনার গোলরক্ষক। প্রতিপক্ষের নেওয়া টাইব্রেকারেও নিজের যে অদম্য মানসিক শক্তির পরিচয় তিনি দিয়েছিলেন, তা কারোর অজানা নয়। প্রসঙ্গত, কাতার বিশ্বকাপে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছিলেন মার্টিনেজ। পেয়েছিলেন গোল্ডেন গ্লাভস। এবার সেই বিশ্বকাপ জয়ী গোলরক্ষককে কলকাতার মাটিতে পেতে চলেছে ভারতবাসী। খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো উৎসবের মেজাজে মেতে উঠেছেন ফুটবলপ্রেমীরা।

READ MORE:  India's Shortest Highway: দীর্ঘতম ৩৭৪৫ কিমি, ক্ষুদ্রতম মাত্র ৫ কিমি! ভারতের সবথেকে ছোট জাতীয় সড়ক রয়েছে বাংলার পাশেই | India's Shortest and Longest National Highway

Scroll to Top