লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

অর্ধেক দামে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi, Realme ও Samsung ফোন, এখানে অফার

Published on:

বর্তমানে অ্যামাজন ইন্ডিয়ায় বিভিন্ন স্মার্টফোনের উপর বিশাল ছাড় পাওয়া যাচ্ছে। নতুন নতুন 5G মোবাইল ফোন সাশ্রয়ী মূল্যে ইএমআই সুবিধা সহ কিনে নেওয়া যাচ্ছে। আবার ২০০ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোনও ৫২ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টে ঘরে আনা যাবে। তাই আপনি যদি এই মুহূর্তে ভালো ক্যামেরা ফোন খোঁজ করে থাকেন তাহলে অ্যামাজনের অফারগুলি কাজে লাগাতে পারেন। এই প্রতিবেদনে আমরা ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা Redmi, Realme ও Samsung ডিভাইসের সাথে পাওয়া অফার সম্পর্কে বলবো।

READ MORE:  HyperOS 2.0 Update: ক্যামেরা সহ ব্যাটারিতে উন্নতি, POCO F5 ফোনে চলে এল HyperOS 2.0 সফটওয়্যার আপডেট

২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনে অফার

Redmi Note 13 Pro

রেডমি নোট ১৩ প্রো ফোনে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। এর সামনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭-ইঞ্চি AMOLED ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত। এর ব্যাটারি ক্যাপাসিটি ৫১০০ এমএএইচ। এই ব্যাটারি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি এখন ৩৯ শতাংশ ছাড়ে ১৮,৭৭৪ টাকায় পাওয়া যাচ্ছে। এর সাথে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারও রয়েছে।

READ MORE:  ধামাকা সেলে দাম কমলো Motorola G45 ফোনের, ডিসকাউন্টে ১০ হাজার টাকায় কেনার সুযোগ

Realme 11 Pro+ 5G

রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি স্মার্টফোনটিও ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ এসেছে। এই ডিভাইসে আছে ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর এবং ১২ জিবি পর্যন্ত ডায়নামিক র‌্যাম। এতে ১২০ হার্টজ রিফ্রেশরেটের কার্ভড ডিসপ্লে পাওয়া যাবে। ৩৪ শতাংশ ডিসকাউন্টের পর অ্যামাজন ইন্ডিয়ায় এর দাম ২৬,৪৯৯ টাকা। এছাড়াও ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার আলাদাভাবে পাওয়া যাবে।

READ MORE:  মিররলেস ক্যামেরা হিসাবে কাজ করবে স্মার্টফোন, Realme আনতে চলেছে বড় চমক | Realme Launch Mirrorless Camera Smartphone

Samsung Galaxy S23 Ultra 5G

এই স্যামসাং স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে ১২ জিবি র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ এবং স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এছাড়াও রয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে থাকছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ৫২ শতাংশ ছাড়ের পর এর দাম পড়বে এখন ৭১,৯৯৯ টাকা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.