লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

অ্যাপলের দৌড় শেষ! ক্যামেরায় আইফোনকে হারিয়ে রেকর্ড গড়বে Vivo-র এই দুর্ধর্ষ ফোন | Vivo X200 Ultra Beat iPhone in Video Recording

Published on:

Vivo X200 Ultra বর্তমানে খবরের শিরোনামে। কারণ ভিভোর এই আসন্ন ফ্ল্যাগশিপ ফোন তার ফটোগ্রাফির ক্ষমতার জন্য নতুন বেঞ্চমার্ক তৈরি করবে বলে দাবি করা হচ্ছে। চীনের বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, স্মার্টফোনটি প্রোফেশনাল ক্যামেরা অনুপ্রাণিত ডিজাইন ও সবথেকে উন্নত হার্ডওয়্যার অফার করবে। এমনকি ভিডিয়োগ্রাফির দিক থেকে আইফোনকেও ছাপিয়ে যেতে পারে।

Vivo X200 Ultra ক্যামেরায় নতুন বেঞ্চমার্ক তৈরি করবে

চ্যাট স্টেশনের দাবি, Vivo X200 Ultra-কে ক্যামেরা পাওয়ার হাউস বললেও ভুল হবে না। এটি পেশাদার ক্যামেরা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হবে। ফোনটির ব্যাক প্যানেলে তিনটি অত্যাধুনিক ক্যামেরা থাকার সম্ভাবনা, যার সবকটিই বড় সেন্সর হওয়ার ফলে বিভিন্ন ফোকাল লেন্থে ব্যতিক্রমী ছবির মান নিশ্চিত করবে।

READ MORE:  সামনে ও পিছনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, Vivo V40 5G এখন ৮০০০ টাকা সস্তা

ভিভোর নতুন ফ্ল্যাগশিপে ৩৫ মিমি নেটিভ ফোকাল লেন্থ সহ একটি একটি ৫০-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং একটি ২০০-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। ফোনটির ক্যামেরায় ভিভোর নিজস্ব দুটি ইমেজিং চিপ থাকবে, যা ছবির প্রসেসিং ও ভিডিও ক্ষমতা বৃদ্ধি করবে। আবার ভিভো একটি কাস্টম এক্সটার্নাল প্রফেশনাল ইমেজিং সিস্টেম নিয়েও কাজ করছে বলে জল্পনা চলছে।

READ MORE:  অনবদ্য ক্যামেরার সঙ্গে ভারতে এন্ট্রি নিচ্ছে Vivo V50, অবশেষে টিজার প্রকাশ সংস্থার

Vivo X200 Ultra সমস্ত ফোকাল দৈর্ঘ্যে 4K 120fps ভিডিও রেকর্ডিং সমর্থন করবে বলে জানা গিয়েছে। এই সমস্ত কিছু ইঙ্গিত দেয় যে এটি ভিডিও রেকর্ডিং পারফরম্যান্সের ক্ষেত্রে আইফোনকে টপকে যাওয়া প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনে পরিণত করতে পারে। ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ফাংশন দ্রুত অ্যাক্সেসের জন্য একটি ডেডিকেটেড অ্যাকশন বাটনও থাকতে পারে। এক কথায়, বাকি পাঁচটা স্মার্টফোনের থেকেও বেশি কিছু হবে এটি। এমন এক ক্যামেরা হয়ে উঠতে পারে যার মাধ্যমে কল করা যাবে!

READ MORE:  Vivo Holi Sale: চার চারটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, হোলির আগে Vivo V40 Pro 5G এর দাম কমলো | Vivo V40 Pro 5G Discount

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.