লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আগের থেকে ভালো হবে ক্যামেরা, Nothing Phone (3a) সিরিজের জন্য এল বিশেষ আপডেট | Nothing Phone 3a Pro Receiving Latest Update

Published on:

Nothing Phone (3a) এবং Nothing Phone (3a) Pro হ্যান্ডসেটের জন্য Nothing OS 3.1 আপডেট এসেছে।

সুমন পাত্র, কলকাতা: Nothing স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। সংস্থাটি দুটি নতুন ফোনের জন্য আপডেট রোল আউট করেছে। এই দুই ডিভাইস হল Nothing Phone (3a) এবং Nothing Phone (3a) Pro। কোম্পানি এই দুই হ্যান্ডসেটের জন্য Nothing OS 3.1 আপডেট নিয়ে এসেছে। এই আপডেট ক্যামেরা সমস্যা, নতুন এআই ফিচার এবং সিস্টেম উন্নতি নিয়ে আসবে। আসুন কীভাবে নতুন আপডেট ডাউনলোড ও ইনস্টল করা যাবে।

READ MORE:  অপেক্ষা শেষ! iQOO Neo 10R বাজারে ঝড় তুলতে এই দিন লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার দেখুন

Nothing Phone (3a) এবং Phone (3a) Pro ফোনে এল নতুন আপডেট

নার্থিং ফোন (৩এ) ও ফোন (৩এ) প্রো মডেলে আসা নতুন আপডেটে ক্যামেরা অ্যাপে অ্যাসেনশিয়াল-কী সাপোর্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। এলফলে হালকা প্রেসে ছবিতে টেক্সট নোট যোগ করা, আর দীর্ঘক্ষণ প্রেস করে ভয়েস মেমো রেকর্ড করা যাবে।

ক্যামেরা

নতুন আপডেট দুটি ডিভাইসের সেলফির লাল রঙের স্কিন টোন সঠিক করে, ইনডোর শটের জন্য হোয়াইট ব্যালেন্স উন্নত করে। জুম নিয়ন্ত্রণ করাও সহজ হয়ে গেছে। প্রো মডেলে ২x জুমে আরও কার্যকরী ফোকাস পাওয়া যাবে।

READ MORE:  স্টোরেজ শেষ হয়ে যাচ্ছে? ২৫৬ জিবি মেমোরির Redmi, Realme, Poco ফোনের দাম কমলো | Redmi Realme Poco Smartphone Storage Price

সিস্টেম

অলওয়েজ-অন ডিসপ্লে ট্রানজিশন এখন আগের থেকে বেশি স্মুথ হবে। আপডেটের মাধ্যমে কিছু বাগও ঠিক করা হয়েছে এবং সিস্টেমকে আরও শক্তিশালী করা হয়েছে

নতুন ফিচার

নতুন আপডেটের মাধ্যমে স্মার্ট কালেকশন, ফোকাসড সার্চ এবং ফ্লিপ টু রেকর্ডের মতো ফিচার যোগ হবে।

এভাবে আপডেট ইনস্টল করুন

জানিয়ে রাখি Nothing Phone (3a) এবং Phone (3a) Pro ফোনের জন্য আপডেট ধীরে ধীরে রোলআউট করা হচ্ছে। ইউজাররা ফোনের সেটিংস -> সিস্টেম -> সিস্টেম আপডেটে গিয়ে আপডেট এসেছে কিনা চেক করতে পারবেন।

READ MORE:  Amazon Electronics Premier League Sale: ১০ হাজার হাজার মধ্যে ৬ জিবি র‌্যাম সহ ১২৮ জিবি স্টোরেজ, Redmi 14C 5G সহ সেরা ৫ ফোন | Top 5 Smartphones under 10000

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.