শ্বেতা মিত্র, কলকাতাঃ কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য রইল এক দারুণ সুখবর। এবার শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া হবে আরও সহজ। বর্তমান সময়ে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন এই মেট্রো ব্যবস্থার ওপর আস্থা রেখে। এদিকে কলকাতা মেট্রো কর্তৃপক্ষও কিন্তু যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও ভালো করা যায় সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে নানারকম কাজ করে চলেছে। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। এবার কলকাতা মেট্রো অ্যাপে কিছুটা বদল আনা হল যাত্রী সাধারণের সুবিধার্থে। বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
মেট্রো যাত্রীদের জন্য সুখবর
যাত্রীরা এখন কলকাতা মেট্রোর মোবাইল অ্যাপে সর্বাধিক চারটি একক QR টিকিট কিনতে পারবেন এবং একটি পিন ব্যবহার করে লগ ইন করতে পারবেন। বুধবার এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করে জানিয়েছে কলকাতা মেট্রো। যাত্রীদের সাহায্য করবে এমন নতুন বৈশিষ্ট্যগুলি ৩ এপ্রিল থেকে পর্যায়ক্রমে ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপে চালু করা হবে। অ্যাপটির ব্যবহারকারীরা পাসওয়ার্ড রিসেট করে পিন বিকল্পে স্যুইচ করতে পারেন।
অর্থাৎ এবার থেকে মেট্রোর টিকিট কাটা আরও সহজ হতে চলেছে। মেট্রোর অ্যাপ থেকে একটি ট্রান্সকশনের মাধ্যমে সর্বোচ্চ ৪টি টিকিট কাটার সুযোগ থাকছে। ফলে আপনার সঙ্গে যদি আরও বন্ধুবান্ধব বা পরিবার থেকে থাকে তাহলে তাদেরও টিকিট কাটতে পারবেন মেট্রোর। সর্বোচ্চ ৪টি টিকিট কাটার সুযোগ পাবেন যাত্রীরা।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
উপকৃত হবেন যাত্রীরা
শুধু মেট্রোতেই নয়, এই ব্যবস্থা রয়েছে এমনি অন্যান্য ট্রেনের ক্ষেত্রেও। অনেকেই আছেন যারা তাড়াহুড়োর মধ্যে থাকেন, টিকিট কাটার সময় থাকে না। সে সকল যাত্রীদের জন্য ভারতীয় রেলের তরফে ইউটিএস অ্যাপ আনা হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা অনায়াসেই স্টেশনে না গিয়েই অনলাইনে টিকিট কাটতে সক্ষম হন। ঠিক তেমনই কয়েক বছর আগে মেট্রোর তরফে ‘কলকাতা মেট্রো রাইড অ্যাপ’ আনা হয়েছে। এর ফলে উপকৃত হবেন যাত্রীরা।