আধার কার্ড থাকলে এই কাজ এখনই করুন, নাহলে বন্ধ হয়ে যাবে আপনার আধার

ভারতে আধার কার্ড এখন সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট, যা ব্যাংকিং থেকে শুরু করে সরকারি প্রকল্প, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই দশ বছরের বেশি পুরনো আধার কার্ড আপডেট করার পরামর্শ দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI), যাতে নাগরিকদের তথ্য সঠিক এবং নিরাপদ ভাবে সুরক্ষিত থাকে। 

আদার আপডেট ক্যাম্পেইন

সম্প্রতি UIDAI জম্মু কাশ্মীরের প্রশাসনের সঙ্গে যৌথভাবে আদার আপডেট ক্যাম্পেইন চালু করেছে। এই উদ্যোগের আয়তায় প্রত্যেকটি জেলায় আধার আপডেট কেন্দ্র তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

  • এখন তোকে হাসপাতালেই নবজাতকের জন্ম সার্টিফিকেটের ভিত্তিতে আধার কার্ড তৈরি করে দেওয়া হবে। আলাদা করে কোনো আবেদন করতে হবে না। 
  • নাগরিকদের নাম, মোবাইল নাম্বার এবং বায়োমেট্রিক তথ্য আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে UIDAI-এর তরফ থেকে। 
  • দেশ জুড়ে বেশি সংখ্যক আধার সেবা কেন্দ্র তৈরি করা হচ্ছে সাধারণ নাগরিকদের সুবিধা দেওয়ার জন্য।
READ MORE:  মাধ্যমিক পরীক্ষার আগে বড় ঘোষণা, এই কাজ করলেই পরীক্ষা বাতিল হবে

আধার আপডেটের নতুন নিয়ম

UIDAI আধার আপডেট করার জন্য যে নতুন নিয়মগুলি চালু করেছে সেগুলি হল-

  • প্রতি ১০ বছর অন্তর আধার আপডেট করা বাধ্যতামূলক।
  • শিশুদের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট করতে হবে। বিশেষ করে ৫ এবং ১৫ বছর বয়সে শিশুদের আঙ্গুলের ছাপ, আয়রিশ স্ক্যান ও ছবি আপডেট করা অত্যন্ত জরুরী। 
  • নির্ধারিত সময়ের মধ্যে আধার আপডেট না করলে আধার কার্ড বাতিল করে দেওয়া হতে পারে।
READ MORE:  লটারির টিকিট বিক্রেতা এবং ডিস্ট্রিবিউটারদের জন্য বড় সুখবর, এবার আর সরকারকে ট্যাক্স দিতে হবে না

কীভাবে আধার আপডেট করবেন 

আধার আপডেট অনলাইনে বা অনলাইনে দুইভাবেই করা যায়। অনলাইনে আপডেট করার জন্য প্রথমে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনার তথ্য আপডেট করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। 

অফলাইনে আবেদন করার জন্য নিকটবর্তী কোন আধার সেবা কেন্দ্রে যেতে হবে। সেখানে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে বায়োমেট্রিক আপডেট করতে হবে। আধার সেবা কেন্দ্রে আপনার আধার সংক্রান্ত সমস্ত আপডেট করা যাবে।

READ MORE:  NTPC Assistant Executive Recruitment 2025: জাতীয় তাপবিদ্যুৎ সংস্থায় প্রচুর নিয়োগ, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে করুন আবেদন | NTPC Assistant Executive Recruitment 2025 For 400 Vacancies

UIDAI-এর এই উদ্যোগ কেন গুরুত্বপূর্ণ?

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এই নতুন নিয়ম চালু করেছে, তার মূল কারণ হল নাগরিকদের তথ্য আপডেট টাকা এবং সরকারি পরিষেবায় সুবিধা আরও নিশ্চিত করা। তাই যাদের আধার কার্ড ১০ বছরের শেষে পুরনো তারা দ্রুত আধার কার্ড আপডেট করিয়ে নিন। নাহলে ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন।

Scroll to Top