লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আধার নাম্বার ব্যবহার না করেই সব কাজ হবে, এখনই ভার্চুয়াল আইডি বানিয়ে নিন

Published on:

বর্তমান সময়ের প্রতিটি ভারতীয়ের কাছে আধার কার্ড সব থেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে। স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে ব্যাংক একাউন্ট খোলা, এমনকি সমস্ত সরকারি সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড অত্যাবশ্যক একটি ডকুমেন্ট। তবে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট এবং রেশন কার্ড সংযুক্ত থাকায় এখন প্রতারণার ঘটনা সামনে আসছে। 

সেই কারণে অনেকেই তাদের আধার নাম্বার দিতে অসন্তোষ সুখ প্রকাশ করছে। তাহলে কি আপনার গুরুত্বপূর্ণ কাজ আটকে যাবে? একদমই না। কারণ আধার নম্বর না দিয়েও এখন আপনি সরাসরি সরকারি কাজ সেরে ফেলতে পারবেন। আর তার জন্য দরকার শুধুমাত্র একটি ভার্চুয়াল আধার আইডি।

READ MORE:  New Rules: ATM থেকে UPI, ব্যাঙ্ক, ক্রেডিট কার্ড! ফেব্রুয়ারিতে একাধিক বদল, বদলাচ্ছে RBI-র পলিসিও | Reserve Bank of India Monetary Policy To ATM, UPI, Credit Card Rules Changing

কী এই ভার্চুয়াল আইডি?

ভার্চুয়াল আধার আইডি হল ১৬ সংখ্যার একটি ইউনিক নাম্বার, যা আপনার আসল আধার নাম্বারের বিকল্প হিসেবে কাজ করবে। এটি ব্যবহার করে আপনি পরিচয়পত্র যাচাই এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কাজ করতে পারবেন। অথচ এতে আপনার মূল আধার নাম্বার সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে। এই আইডির সাহায্যে আপনার আসল আধার নম্বর শনাক্ত করা যাবে না। তাই গোপনীয়তাও বজায় থাকবে।

কোন কাজে ব্যবহার করা যাবে?

আধারের এই ভার্চুয়াল আইডির মাধ্যমে আপনি বিভিন্ন কাজ সারতে করতে পারবেন। যেমন- 

  • ব্যাংক একাউন্ট খুলতে পারবেন,
  • বিভিন্ন সরকারি সুবিধার জন্য আবেদন করতে পারবেন, 
  • ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন,
  • আদার পিভিসি কার্ড বা ই-আধার খুব সহজেই ডাউনলোড করতে পারবেন, 
  • পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, 
  • এমনকি বীমা পলিসিও কিনতে পারবেন। 
READ MORE:  RBI On Economy: কমবে বাড়ি, গাড়ির কিস্তি! ব্যাঙ্কিং মোটা টাকা বরাদ্দর পথে RBI | Reserve Bank of India New Thinking For Banks

কীভাবে তৈরি করবেন ভার্চুয়াল আইডি?

ভার্চুয়াল আইডি তৈরি করার জন্য আপনাকে অতিরিক্ত কোন টাকা খরচ করতে হবে না। আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই তৈরি করতে পারবেন। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • সর্বপ্রথম ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • এরপর সেখানে আপনার ভাষা নির্বাচন করুন।
  • ওয়েবসাইটের নিচের দিকে থাকা “ভার্চুয়াল আইডি জেনারেটর” অপশনে ক্লিক করুন। 
  • এরপর আপনার আধার নাম্বার এবং ক্যাপচা করতে লিখুন।
  • এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আসা OTP প্রবেশ করান।
  • OTP যাচাই হয়ে গেলে স্ক্রিনে আপনার ভার্চুয়াল আইডি দেখতে পাবেন। একই সঙ্গে এই নাম্বারটি আপনার রেজিস্টার্ড মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে।
READ MORE:  ১০ই এপ্রিল ডেডলাইন! এই কাজ না করলে PNB গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে

কেন ব্যবহার করবেন ভার্চুয়াল আইডি?

ভার্চুয়াল আইডি ব্যবহার করলে আসল আধার নাম্বার শেয়ার না করেও সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করা যাবে। পাশাপাশি আপনার আধার নাম্বার ফাঁস হওয়ার কোনরকম ঝুঁকি থাকবে না। প্রতারণা বা তথ্য চুরির সম্ভাবনাও কমবে।

এছাড়া সরকারি পরিষেবাগুলির সুবিধা আরো সহজ এবং সুরক্ষিত হবে। তাই দেরি না করে আজই UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি ভার্চুয়াল আইডি তৈরি করুন এবং আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.