লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আপনার আধার নম্বর অন্য কেউ ব্যবহার করছে না তো? কীভাবে চেক ও রিপোর্ট করবেন দেখে নিন

Updated on:

আধার কার্ড নিয়ে গত বছর একাধিক প্রতারণার খবর সাড়া ফেলেছিল দেশজুড়ে। বিশেষ করে আর্থিক লেনদেনের যে আধার সিস্টেম রয়েছে তা সম্পর্কিত। বর্তমানে, এই নথি পরিচয়পত্রের পাশাপাশি নানা জরুরি কাজে ব্যবহার করা হয়। কিন্তু, আপনার আধার কার্ডের কোনও অপব্যাবহার হচ্ছে কিনা তা বুঝবেন কীভাবে? সহজ পদ্ধতিটি জেনে নিন।

আপনাদের জানিয়ে রাখি, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে একটি ফিচার রয়েছে, “অথেন্টিকেশন হিস্ট্রি” যার মাধ্যমে আধার সম্পর্কিত কার্যকলাপ ট্র্যাক করতে পারবেন। কোনও সন্দেহজনক কার্যকলাপ হলে রিপোর্ট করার সুযোগ পাবেন।

READ MORE:  IRCTC AskDisha Chatbot: IRCTC এর দুর্দান্ত AI টুল, মুখে বলেই সহজে বুক করুন ট্রেন টিকিট, জানুন কীভাবে

আধার অথেন্টিকেশন হিস্ট্রি চেক করার পদ্ধতি

প্রথমে ব্রাউজারে গিয়ে সার্চ করুন MyAadhaar

তারপর আধার কার্ডের ১২ ডিজিটের নম্বর ও OTP দিয়ে লগইন করুন।

পরবর্তী পেজে অথেন্টিকেশন হিস্ট্রি নামক একটি অপশন পাবেন তাতে ক্লিক করুন।

এখানে কত দিনের হিস্ট্রি চেক করতে চান সেই তারিখ সিলেক্ট করা যাবে।

তারপর হিস্ট্রি খুঁতিয়ে যাচাই করুন, কোনও সন্দেহজনক কার্যকলাপ ধরা পড়লে দ্রুত সতর্ক হোন।

READ MORE:  Jio Offer: মুকেশ আম্বানির বড় উপহার, ৫০ দিনের জন্য বিনামূল্যে ট্রায়াল!

কীভাবে রিপোর্ট করবেন?

অথেন্টিকেশন হিস্ট্রিতে অনিয়ম ধরা পড়লে রিপোর্ট করার জন্য UIDAI এর হেল্পলাইন নম্বর ১৯৪৭ এ যোগাযোগ করতে পারেন। অথবা [email protected] আইডিতে মেইল পাঠাতে পারেন।

আধার কার্ড সুরক্ষিত রাখুন এই ভাবে

MyAadhaar ওয়েবসাইট বা অ্যাপ থেকে Lock/Unlock Biometric অপশনে ক্লিক করে আপনার আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য লক করে রাখতে পারেন। এই ভাবে আধার কার্ড অপব্যাবহার হওয়া থেকে প্রতিরোধ করা যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Aadhaar Card: হুবহু আসলের মতো! AI দিয়ে তৈরি হচ্ছে ভুয়ো আধার কার্ড, চিন্তা বাড়াচ্ছে ChatGPT | ChatGPT AI Generating Fake Aadhaar Card

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.