লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আপনার প্যান-আধার লিঙ্ক করা আছে তো? না থাকলেই ১০০০ টাকা জরিমানা

Published on:

আপনি কি প্যান কার্ড এবং আধার কার্ড এখনো লিঙ্ক (Pan Aadhaar Link) করেননি? তাহলে আর দেরি করবেন না। কারণ কেন্দ্রীয় সরকার এ বিষয়ে নতুন একটি নির্দেশিকা জারি করেছে। যেখানে ৩১শে ডিসেম্বর শেষ তারিখ দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, সকলের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়। প্রতিবেদনটি পুরো পড়ে বুঝে নিন, এই তালিকায় আপনি পড়ছেন কিনা।

কারা পাবেন এই সুযোগ?

সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) ৩রা এপ্রিল, ২০২৫ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেখানে স্পষ্ট বলা হয়েছে, যাদের প্যান কার্ড ১লা অক্টোবর, ২০২৪ তারিখের আগে আধার এনরোলমেন্ট আইডির ভিত্তিতে করা হয়েছে, তাদের আধার নাম্বার ৩১শে ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে আয়কর বিভাগের কাছে জমা দিতে হবে।

READ MORE:  Gold And Silver Price Today: মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে সোনার দামে নয়া চমক, রুপো দিচ্ছে স্বস্তি! রইল আজকের রেট | Today Gold And Silver Price

অর্থাৎ, যদি আপনার প্যান কার্ড আধার এনরোলমেন্ট আইডি দিয়ে ইস্যু করা হয়, তাহলে আপনি এই বাড়তি সময় পাবেন। কিন্তু যারা সাধারণ প্যান কার্ড ব্যবহার করছেন এবং এখনো পর্যন্ত আধার কার্ড লিঙ্ক করেননি, তাদের জন্য এই সময়সীমা প্রযোজ্য নয়।

বাকিদের জন্য কী নিয়ম?

যারা এই তালিকায় পড়ছেন না, তাদের জন্য প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্কিং এর শেষ সুযোগ দেওয়া হয়েছিল ৩০শে জুন, ২০২৩ তারিখ পর্যন্ত, তাও ১০০০/- টাকা জরিমানার বিনিময়ে। তবে এখনো যারা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেননি, তাঁদের দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করে নেওয়া উচিত। নাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে।

READ MORE:  Railway Recruitment 2025: মাধ্যমিক পাশেই রেলে ৩২০০০ এর বেশি শূন্যপদ, দেখে নিন আবেদনের পদ্ধতি। Railway Recruitment 2025 See Eligibility and Application Process

কীভাবে লিঙ্ক করবেন? 

সূত্র বলছে, এই নতুন সময়সীমা সংক্রান্ত কথা বলা হলেও কীভাবে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করবেন, তা এখনও স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়নি। তবে আগের মত নির্দিষ্ট কিছু পদ্ধতি মেনে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা যাবে। 

অনলাইনে লিংক করার পদ্ধতি

আপনি যদি অনলাইনে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করতে চান, তাহলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। 
  • এরপর ‘Link Aadhaar’ অপশনটি সিলেক্ট করুন। 
  • এরপর আপনার প্যান নাম্বার এবং আধার নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে যাচাই করুন। 
READ MORE:  Rule Changes from 1st Feb: মিনিমাম ব্যালেন্স থেকে LPG-র দাম, ATM ফি! ১লা ফেব্রুয়ারি থেকেই বদলে যাচ্ছে ৫ নিয়ম | LPG Price to Minimum Balance in Bank 5 Rules changing from 1st February

অফলাইনে কীভাবে আবেদন করবেন?

অফলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে আপনার নিকটস্থ কোন NSDL অথবা UTIITSL সার্ভিস সেন্টারে যান।
  • এরপর সেখানে গিয়ে ‘Annexure-I’ ফর্ম সংগ্রহ করুন।
  • এরপর প্যান কার্ড ও আধার কার্ডগুলির ফটোকপি ও মূল কপি যুক্ত করুন। 
  • এরপর নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে ফর্মটিকে ওখানেই সাবমিট করে দিন।

তাই যদি আপনি সেই ব্যক্তিদের মধ্যে থাকেন, যাদের প্যান কার্ড আধার এনরোলমেন্ট আইডির ভিত্তিতে করা হয়েছে, তারা অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আধার তথ্য আপডেট করবেন। কারণ একবার সময় সময় চলে গেলে জরিমানা গুনতে হতে পারে। এমনকি আপনার প্যান কার্ড সম্পূর্ণ বাতিল হয়ে যেতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.