লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আর পাওয়া যাবে না জনপ্রিয় Apple MacBook Air M2, MacBook Air M3 ল্যাপটপ, কী হবে ব্যবহারকারীদের?

Published on:

সম্প্রতি M4 চিপ-সহ MacBook Air ল্যাপটপের আপডেটেড ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে Apple। নতুন ম্যাকবুক এয়ার ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি এই দুই বিকল্পে উপলব্ধ। ভারতে এর দাম শুরু ৯৯,৯০০ টাকা থেকে। তবে, নতুন ল্যাপটপ আসা মাত্রই পুরানো ল্যাপটপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল অ্যাপল। অফিশিয়াল ওয়েবসাইট থেকে দুটি ল্যাপটপ সরিয়ে দিয়েছে অ্যাপল, যেগুলি হল – MacBook Air M2 এবং MacBook Air M3।

READ MORE:  Jio Recharge Plan: মাত্র ৭৫ টাকায় জিওর সেরা প্ল্যান, ২৩ দিনের জন্য আনলিমিটেড কলিং ও ডেটা অফার

যদিও, এখনও বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট এবং অফলাইন খুচরো বিক্রেতাদের মাধ্যমে MacBook Air M2 এবং MacBook Air M3 কিনতে পাওয়া যাচ্ছে। যদি আপনি MacBook Air এর M2 এবং M3 মডেলের ব্যবহারকারী হন, তাহলে চিন্তার করার কিছু নেই বলে জানিয়েছে অ্যাপল।
ব্যবহারকারীরা এর পরও পুরানো MacBook মডেলে সফ্টওয়্যার এবং নিরাপত্তা আপগ্রেড পাবেন।

যারা একটি নতুন ম্যাকবুক কিনতে চান এবং ভাবছেন যে MacBook Air M3 বনাম MacBook Air M4 এর মধ্যে কোনটা সঠিক হবে, তাদের বলি যে লেটেস্ট M4 চিপ-সহ নতুন MacBook Air গত বছর লঞ্চ হওয়া MacBook Air M3 মডেলের তুলনায় ১৫,০০০ টাকা সস্তা। MacBook Air M4 এর দাম ১৩ ইঞ্চি মডেলের ৯৯,৯০০ টাকা এবং ১৫ ইঞ্চি ভ্যারিয়েন্টের ১,২৪,৯০০ টাকা।

READ MORE:  সুজুকি ভারতে লঞ্চ করল ই-অ্যাকসেস ইলেকট্রিক স্কুটার, একবার চার্জে চলবে 95 কিমি

অন্যদিকে, MacBook Air M3 এর দাম ১৩ ইঞ্চি মডেলের ১,১৪,৯০০ টাকা এবং ১৫ ইঞ্চি ভ্যারিয়েন্টের ১,৩৪,৯০০ টাকা। এছাড়াও, অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে, Axis Bank, ICICI Bank এবং American Express ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে নতুন MacBook Air M4 ডিভাইসে ১০,০০০ টাকার ব্যাংক কার্ড ডিসকাউন্ট পাওয়া যাবে, অর্থাৎ ৮৯,৯০০ টাকায় কেনা যাবে এই ল্যাপটপ।

READ MORE:  DOOGEE U11 Pro Tablet: ৩০ জিবি র‌্যামের সাথে অতি সস্তায় লঞ্চ হল দুর্ধর্ষ ট্যাবলেট, রয়েছে বাহুবলী ব্যাটারি | DOOGEE U11 Pro Tablet Launched

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.