লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

আর ফ্রি নয়, UPI লেনদেনেও এবার দিতে হবে চার্জ? প্রস্তাব জমা সরকারের ঘরে

Published on:

শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি UPI ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। এবার বিভিন্ন সংস্থা কেন্দ্রের কাছে একটি বিশেষ প্রস্তাব পেশ করেছে। এদিকে এই প্রস্তাবে যদি কেন্দ্রের মোদী সরকার সম্মতি দেয় তাহলে সাধারণ মানুষের পক্ষে UPI ব্যবহার করা অনেকটাই ব্যয়বহুল হয়ে যাবে বলে খবর। আসলে ডিজিটাল পেমেন্ট কোম্পানিগুলির প্রতিনিধিত্বকারী শিল্প সংস্থা পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) চিঠি লিখে কেবল বৃহৎ ব্যবসায়ীদের জন্য রুপে ডেবিট কার্ড এবং ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) ফিরিয়ে আনার অনুরোধ করেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

UPI ব্যবহারকারীদের জন্য জরুরি খবর

কেন্দ্রীয় সরকার UPI লেনদেন এবং RuPay ডেবিট কার্ডের উপর মার্চেন্ট চার্জ অর্থাৎ ফি পুনরায় আরোপের কথা বিবেচনা করছে। বর্তমানে, এই পেমেন্ট পদ্ধতিগুলিতে কোনও মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) আরোপ করা হয় না। এর কারণ হল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) তাদের সুবিধা প্রদান করে। তবে, ছোট ব্যবসার জন্য লেনদেন বিনামূল্যে রাখার সময় বড় ব্যবসায়ীদের উপর ফি আরোপের বিষয়ে আলোচনা চলছে।

READ MORE:  উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন’ রাজ্যের তকমা, বাংলার মুকুটে জুড়ল নয়া পালক

সরকার ২০২২ সালে এই চার্জ মকুব করে। কিন্তু, এখন ফিনটেক কোম্পানিগুলি বলছে যে বড় ব্যবসায়ীদের এটি বহন করার ক্ষমতা আছে। তাই, এই ধরনের ব্যবসায়ীদের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) নেওয়া উচিত। বর্তমানে UPI লেনদেন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন মানুষের পকেটে বেশি ক্যাশ থাকলেও অসুবিধা হয় না। কারণ ফোনে UPI থাকলেই যে কোনো জায়গায় পেমেন্ট করা একদম জলভাতের সমান হয়ে গেছে। তাই, সরকার চায় যে বড় ব্যবসায়ীরাও এর কিছু খরচ বহন করুক।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

২০২৫-২৬ সালের বাজেটে, সরকার পেমেন্ট ভর্তুকি ৩,৫০০ কোটি টাকা থেকে কমিয়ে ৪৩৭ কোটি টাকা করেছে। যার কারণে ব্যাংকগুলি লোকসানের সম্মুখীন হচ্ছে। ২০২২ সালের আগে, ব্যবসায়ীকে কিছু ফি দিতে হত। যাকে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বলা হয়। লেনদেন করার বিনিময়ে এই ফি ব্যাংককে দেওয়া হত।

READ MORE:  Tax On FD Interest: ফিক্সড ডিপোজিট নিয়ে বিরাট ঘোষণা, এবার হবে আরও বেশি লাভ | Fixed Deposit Tax Wave Off

বড় ব্যবসাগুলি বিপর্যয়ের সম্মুখীন হতে পারে

একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে, ব্যাংকাররা বলছেন যে একজন ব্যাংকার জানিয়েছেন যে ব্যাংকগুলি সরকারকে একটি প্রস্তাব দিয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে যে সেইসব ব্যবসায়ীদের উপর MDR প্রয়োগ করা উচিত। যাদের বার্ষিক GST টার্নওভার ৪০ লক্ষ টাকার বেশি। সরকার একটি টায়ার্ড প্রাইসিং সিস্টেম শুরু করার পরিকল্পনাও করছে। এই সিস্টেমের অধীনে, বড় ব্যবসায়ীদের বেশি চার্জ দিতে হবে। একই সাথে, ছোট ব্যবসায়ীদের কম ফি দিতে হবে। শিল্প ব্যাংকগুলি UPI পেমেন্টের উপর MDR আরোপের একটি প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে। এখন বিভাগটি এই বিষয়টি বিবেচনা করছে। যদি এটি ঘটে, তাহলে MDR আবার ফিরে আসবে।

READ MORE:  ৬ মাসে দুর্ঘটনায় হারিয়েছিল পা, দুয়ারে সরকার ফিরিয়ে দিল যুবকের জীবন

MDR কী?

ডিজিটাল পেমেন্ট ইন্ডাস্ট্রিতে, মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) হল একজন ব্যবসায়ী বা দোকানদারকে গ্রাহকদের রিয়েল টাইম পেমেন্টের জন্য যা দিতে হয়। বর্তমানে, UPI এবং RuPay ডেবিট কার্ড পেমেন্টের ক্ষেত্রে কোনও MDR প্রযোজ্য নয়। এই পেমেন্টগুলি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর মাধ্যমে সহজে করা হয়। কিন্তু এখন সরকার এই লেনদেনের উপরও মার্চেন্ট চার্জ আরোপের প্রস্তুতি নিচ্ছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.