সপ্তম বেতন কমিশন নিয়ে আপডেট এসেছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বুধবার, ৫ মার্চ বড় ঘোষণা করা হতে পারে! বেতন ও পেনশন বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। জানা গিয়েছে যে বহু সংখ্যক কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের বেতন ও পেনশন বৃদ্ধির বিষয়ে একটি বড় ঘোষণা করা হতে পারে।
গত বছর, সরকার হোলির আগে মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছিল, ২০২৪ সালের মার্চ মাসে ৪% ডিএ বৃদ্ধি করেছিল সরকার। এবং আশা করা হচ্ছে যে এবারও একই ঘটনা ঘটবে। ২০২৫ সালের জানুয়ারির মধ্যে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের ডিএ ৩-৪% বৃদ্ধি দেখতে পাবেন, যা তাদের আরও আর্থিক সহায়তা দেবে।
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মেটাতে মোদী সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। সরকারি কর্মচারীদের দেওয়া এই অতিরিক্ত অর্থ অত্যন্ত স্বস্তি বয়ে আনবে।
অতিরিক্ত কত টাকা পাবেন?
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ সাধারণত বছরে দুবার পর্যালোচনা করা হয় – একবার ১ জানুয়ারি এবং আবার ১ জুলাই। জানুয়ারি বৃদ্ধির ঘোষণা সাধারণত মার্চ মাসে করা হয়, যেখানে জুলাইয়ের ঘোষণা বছরের শেষের দিকে, সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে করা হয়। এবার, আশা করা হচ্ছে যে ২০২৫ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪% ডিএ বৃদ্ধি পাবেন। উদাহরণস্বরূপ,
- যদি একজন কর্মচারীর মূল বেতন ৩০,০০০ টাকা হয়, তাহলে তার বর্তমান ডিএ ৯,০০০ টাকা।
- যদি ডিএ ৪% বৃদ্ধি পায়, তাহলে ওই কর্মচারী প্রতি মাসে অতিরিক্ত ৭২০ টাকা পাবেন, যার ফলে তাঁদের মোট ডিএ ৯,৭২০ টাকা হবে।
প্রসঙ্গত, হোলির আগে এই ঘোষণাটির আশা করা হচ্ছে। বলা বাহুল্য, এটি সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির কারণ হবে।