আরও বাড়তে পারে দাম, নয়া বিদ্যুৎ বিল আনল সরকার! বিপাকে পড়বে জনগণ?

শ্বেতা মিত্র, কলকাতা: কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিদ্যুৎ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জারি রয়েছে। কেন্দ্রীয় সরকার ২০২২ সালের বিদ্যুৎ বিল নিয়ে এসেছে, যা অনেকেরই ক্ষোভের কারণ হয়ে উঠেছে। এই বিলের বিরুদ্ধে থাকা একাংশের দাবি, কেন্দ্রের প্রস্তাবিত এই বিলের ফলে সমস্যায় পড়বে সাধারণ মানুষ, খর্ব হবে রাজ্য সরকারের অধিকার। বিলটি এখন বিদ্যুৎ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বিবেচনায় রয়েছে বলে জানা গিয়েছে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

দাম বাড়বে বিদ্যুতের?

কেন্দ্রের প্রস্তাবিত বিদ্যুৎ বিল ২০২২ যাতে কোনোভাবেই আইনে পরিণত না হয়, সে জন্য প্রতিবাদে সরব হয়েছে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। বিলের প্রতিবাদে দিল্লিতে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেছে সংগঠন। অ্যাসোসিয়েশনের আশঙ্কা, কেন্দ্রের এই বিল কার্যকর বলে বেসরকারি ক্ষেত্রের ভূমিকা বাড়বে বা আগামী দিনে বেসরকারিকরণ হয়ে যেতে পারে।

READ MORE:  ইলিশপ্রেমীদের জন্য সুখবর, কাকদ্বীপে ধরা পড়ল প্রচুর রুপোলী শস্য, দাম একদম কম

এমনটা হলে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ আরো বাড়বে বলে দাবি করা হচ্ছে। সেই সঙ্গে রাজ্য সরকারের আওতাভুক্ত বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিও আর্থিকভাবে দুর্বল হয়ে যাবে বলেও অ্যাসোসিয়েশন মনে করছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শুরু বিক্ষোভ

সংগঠনের পক্ষ থেকে অফিস সম্পাদক সুব্রত বিশ্বাস সংবাদ মাধ্যমকে বলেছেন, “কেন্দ্রের এই বিল বাস্তবায়িত হলে গ্রাহকরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। বর্তমান কেন্দ্রীয় বিদ্যুৎ আইন অনুযায়ী রাজ্য সরকারগুলির গ্রাহকদের বিদ্যুৎ বিলে সরাসরি ভর্তুকি দেওয়ার সুযোগ থাকে। বহু গ্রাহক ভর্তুকির মাধ্যমে উপকৃত হন। কেন্দ্রের এই বিল লাগু হয়ে গেলে রাজ্যের ভর্তুকি দেওয়ার সুযোগ থাকবে না। ফলে আম জনতার ওপর আর্থিক বোঝা বাড়বে।”

READ MORE:  JioHotstar Subscription Plan: Jio, Airtel নাকি Vi, কার JioHotstar Subscription প্ল্যান সবচেয়ে সস্তা? দেখে নিন | JioHotstar Subscription Plan
Scroll to Top