ঈদের আগে লটারি, এই কর্মীদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের! মিলবে ৬৮০০ টাকা

সৌভিক মুখার্জী, কলকাতাঃ রাজ্য সরকারি কর্মীদের (Government Employee) জন্য দারুণ সুখবর। পশ্চিমবঙ্গ সরকার ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য এবার অ্যাড-হক বোনাস ঘোষণা করেছে। সূত্র বলছে, এই বোনাসের পরিমাণ সর্বোচ্চ ৬,৮০০/- টাকা পর্যন্ত গড়াতে পারে। মঙ্গলবার নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে, যে সমস্ত কর্মচারীরা ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস’ পান না এবং যাদের মাসিক বেতন ৪৪ হাজার টাকার কম, তারা এই বোনাস পাবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মচারীরাও নির্দিষ্ট শর্তসাপেক্ষ মেনে বোনাস পাবেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কে কত টাকা বোনাস পাবেন?

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, যাদের মাসিক বেতন ৪৪ হাজার টাকার কম, তারা সর্বোচ্চ ৬,৮০০/- টাকা পর্যন্ত বোনাস পাবেন। ফর্মুলা অনুযায়ী, কর্মচারীর যোগ্যতার মাস সংখ্যাকে ১২ দিয়ে ভাগ করে ৩১শে মার্চের বেতনের সঙ্গে গুণ করতে হবে। তবে সর্বোচ্চ ৬,৮০০/- টাকার বেশি কেউ বোনাস পাবেন না।

READ MORE:  একেই বলে শিক্ষা! স্বামীর টাকায় ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন পরে তাকেই ছাড়েন স্ত্রী, সুযোগ বুঝে পর্দা ফাঁস স্বামীর

এক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মচারীরা, যারা ২০২৪-২৫ অর্থবর্ষে কমপক্ষে ১২০ দিন কাজ করেছেন, তারাও এই বোনাস পাবেন। সব থেকে বড় ব্যাপার, চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্যও ৬,৮০০/- টাকা সর্বোচ্চ বোনাস নির্ধারণ করা হয়েছে। উদাহরণস্বরূপ যদি কোন কর্মচারীর হিসাব অনুযায়ী ৭,০০০/- টাকা বোনাস হয় তাহলে তিনি ৬,৮০০/- টাকাই পাবেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কবে হাতে আসবে বোনাস?

রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, কর্মচারীদের ধর্ম অনুযায়ী এই বোনাসের সময় নির্ধারণ করা হয়েছে। যেহেতু এখন রমজান মাস চলছে, তাই ঈদের আগে মুসলিম কর্মচারীরা এই বোনাস পাবে। তবে অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রে ১৫ থেকে ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুর্গাপূজার আগে তাদের বোনাস মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। কারণ, উৎসবের আগে রাজ্য সরকারি কর্মীদের হাতে কিছুটা টাকা আসলে তারা উৎসবের খরচ সামাল দিতে পারবেন।

READ MORE:  Maruti Car Price: আগামী মাস থেকেই বাড়ছে Maruti গাড়ির দাম, গ্রাহকদের গুনতে হবে মোটা টাকা | Maruti Announce Price Hike Up to Rs 30000, See Model wise Prices

দা নিয়ে কর্মচারীদের দাবি

একদিকে যেমন রাজ্য সরকার বোনাস দেওয়ার ঘোষণা করেছেন, অন্যদিকে সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন। বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মাত্র ১৪%, যা আগামী এপ্রিল মাস থেকে বেড়ে দাঁড়াবে ১৮%। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩% হারে ডিএ পাচ্ছেন, যা আবার কদিন পরেই ২ থেকে ৩% বাড়বে। সেখানে রাজ্যের কর্মচারীদের এই সামান্য ডিএ সত্যিই অনেকটা ফারাক। তাই রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাওয়ার দাবি করছেন।

READ MORE:  প্ল্যাটফর্মেই অসুস্থ হয়ে পড়লেন যাত্রী, সিপিআর দিয়ে তাঁর প্রাণ বাঁচালেন মহিলা কনস্টেবল

ভবিষ্যৎ সম্ভাবনা

রাজ্যের এই বোনাস ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য কিছুটা স্বস্তির খবর হলেও ডিএ বৃদ্ধি নিয়ে এখনো আলোচনা তুঙ্গে। কর্মচারীরা যদি কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবিতে সফল হন, তাহলেই একমাত্র ভবিষ্যতে তাদের আর্থিক সুবিধা আসতে পারে। এখন দেখার রাজ্য সরকার এই বিষয়ে কতদূর এগোয়।

Scroll to Top