এই ডকুমেন্ট ছাড়া আর হবে না পাসপোর্ট! বদলে গেল পুরনো নিয়ম

সৌভিক মুখার্জী, কলকাতাঃ বিদেশে ভ্রমণ করতে গেলে পাসপোর্ট (Passport) সবথেকে জরুরী ডকুমেন্ট, একথা সবাই জানে। কিন্তু এবার থেকে পাসপোর্টের জন্য আবেদন করার নিয়ম সম্পূর্ণ বদলে গেল। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। কারণ এবার পাসপোর্টের জন্য আবেদন করতে লাগবে নতুন একটি ডকুমেন্ট। কেন্দ্রীয় সরকার ১৯৮০ সালের পাসপোর্ট আইন সংশোধন করে এই নতুন নিয়ম চালু করেছে, যা ২০২৫ সাল থেকেই কার্যকর হবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

নতুন নিয়ম কী বলছে?

সূত্র বলছে, ২০২৩ সালের ১লা অক্টোবরের পর থেকে জন্ম নেওয়া সমস্ত নাগরিকদের পাসপোর্ট তৈরি করার জন্য জন্ম শংসাপত্র (Birth Certificate) একমাত্র গ্রহণযোগ্য ডকুমেন্ট হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ, মিউনিসিপাল কর্পোরেশন (Municipal Corporation) বা রেজিস্টার অফ বার্থ এন্ড ডেথ থেকে প্রাপ্ত জন্ম সার্টিফিকেট ছাড়া অন্য কোন ডকুমেন্ট পাসপোর্টের আবেদনের জন্য গ্রহণ করা হবে না।

READ MORE:  উত্তরবঙ্গে দূর হবে বিদ্যুৎ বিভ্রাট, গরমের আগেই বিরাট উদ্যোগ রাজ্য সরকারের

তবে এক্ষেত্রে বলে রাখি, যারা ১লা অক্টোবর, ২০২৩-এর আগে জন্মগ্রহণ করেছেন তারা বিকল্প ডকুমেন্ট হিসেবে স্কুল সার্টিফিকেট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ব্যবহার করতে পারবেন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কেন এই পরিবর্তন?

কেন্দ্র সরকার মনে করছে, জন্ম শংসাপত্রই জন্মের সবচেয়ে নির্ভরযোগ্য এবং স্বীকৃতি ডকুমেন্ট। ফলে এটি বাধ্যতামূলক করলে নথিপত্রের স্বচ্ছতা আসবে এবং প্রতারণা হ্রাস পাবে। তবে এখানেই শেষ নয়। রেজিস্ট্রেশন অফ বার্থস অ্যান্ড ডেথস আইন ১৯৬৯-এর সংশোধনের সাথে সামঞ্জস্য রেখেই এই পরিবর্তন আনা হয়েছে।

READ MORE:  সুন্দরবনে দক্ষিণরায়ের সংখ্যা ১০০ পার

পররাষ্ট্র মন্ত্রকের মতে, এই নতুন নিয়ম কার্যকর হলে পাসপোর্টের আবেদন প্রক্রিয়া আগের থেকে আরও সহজ এবং নির্ভরযোগ্য হবে। অনেক সময় বিভিন্ন ডকুমেন্টে জন্ম তারিখ ভুল দেওয়া থাকে, যা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে। এখন থেকে একমাত্র জন্ম সার্টিফিকেটটি গ্রহণযোগ্য হলে এই সমস্যার সমাধান করা যাবে।

কেন্দ্র সরকারের এই নতুন নিয়ম পাসপোর্ট প্রক্রিয়াকে আরো স্বচ্ছ এবং সুশৃঙ্খল করে তুলবে তা বলা যায়। যদিও ২০২৩ সালের ১লা অক্টোবরের আগে জন্মগ্রহণকারীদের জন্য এই নিয়ম চালু করা হয়নি। কিন্তু ভবিষ্যতে জন্ম সার্টিফিকেট ছাড়া পাসপোর্ট হয়তো আর পাওয়া যাবে না। এটা ভেবেই এগোতে হবে। তাই পাসপোর্ট আবেদনকারীদের সময় মতো প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে রাখা বুদ্ধিমানের কাজ হবে।

READ MORE:  ভারত থেকে পালিয়েও রক্ষে নেই, ললিত মোদীর পাসপোর্ট বাতিলের নির্দেশ ভানুয়াতুর প্রধানমন্ত্রীর
Scroll to Top