লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এই পাঁচ টাকার নোট থাকলেই লাখপতি! এভাবে বিক্রি করলেই পাবেন ২ লাখ টাকা

Published on:

পুরনো নোট বা কয়েন সংগ্রহ করার শখ অনেকেরই থাকে। অনেকেই পুরনো মুদ্রাগুলি যত্ন করে রেখে দেন। কারণ সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্ত মুদ্রার মূল্য বেড়ে যায়। যদি আপনার কাছেও একটি বিশেষ পাঁচ টাকার নোট থেকে থাকে, তাহলে রাতারাতি আপনি এই নোটটি থেকে ধনী হতে পারেন। 

শুনতে অবাক মনে হলেও অনলাইনে বিশেষ একটি পাঁচ টাকার নোটের মূল্য ২ লাখ টাকা পর্যন্ত হতে পারে। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। কিন্তু কেমন হতে হবে এই নোট? কোথায় বিক্রি করবেন? বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

READ MORE:  LIC Premium: এক বছরে LIC-র নয়া বীমার প্রিমিয়াম কমল ৪ হাজার কোটি | LIC's New Insurance Premiums Reduced

কেন এত দাম এই পাঁচ টাকার নোটের?

এই পাঁচ টাকার নোটটি সাধারণ কোন পাঁচ টাকার নোট নয়। যে নোটে ৭৮৬ নাম্বার লেখা থাকবে এবং যার ওপর ট্রাক্টরের ছবি থাকবে, সেই নোটের মূল্যই কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। ৭৮৬ সংখ্যাটি ইসলাম সংস্কৃতিতে একটি বিশেষ সংখ্যা।

এই সংখ্যাটিকে পবিত্র বলে বিবেচনা করা হয়। তাই এটি অনেক সংগ্রাহকের কাছে গুরুত্বপূর্ণ। এছাড়া ট্রাক্টর ছাপানো পাঁচ টাকার নোট এখন বাজারে দেখাই যায় না। তাই এই নোটটি সংগ্রাহকদের কাছে বিশেষ মূল্যবান।

কোথায় বিক্রি করবেন?

আপনি যদি আপনার সংগ্রহ থাকায় বিরল পাঁচ টাকার নোট বিক্রি করতে চান, তাহলে অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্লাটফর্মে বিক্রি করতে পারবেন। যেমন-

  • CoinBazzar.com 
  • ShopClues.com 
  • Marudhar Arts
READ MORE:  PF Withdrawal: আরও সহজ হল অইনলাইনে PF-র টাকা তোলা, জেনে নিন পদ্ধতি | PF Withdrawal Become More Easy

এই সমস্ত ওয়েবসাইটে গিয়ে আপনি বিক্রেতা হিসেবে রেজিস্টার করে নোটের ছবি আপলোড করতে পারেন। নোটটি পছন্দ হলে ক্রেতারা আপনার সঙ্গে যোগাযোগ করে নোটটি উপযুক্ত মূল্য দিয়ে কিনে নেবেন।

কীভাবে নোট বিক্রি করবেন?

CoinBazzar-এ নোট বিক্রি করতে হলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • প্রথমে CoinBazzar-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং বিক্রেতা হিসেবে রেজিস্ট্রেশন করুন।
  • এরপর নোটের উচ্চ রেজোলিউশন যুক্ত ছবি আপলোড করুন।
  • এরপর বিস্তারিত বিবরণ যুক্ত করুন, যেমন- নোটের সিরিয়াল নাম্বার, বছর, নোটের অবস্থা ইত্যাদি।
  • আগ্রহী ক্রেতারা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করে দাম সম্পর্কে আলোচনা করবে। 
  • এরপর নিরাপদ লেনদেনের মাধ্যমে নোটটি বিক্রি করে দিন।
READ MORE:  প্রতিটি গ্রামকে ১ কোটি টাকা দেওয়া হবে, বড় ঘোষণা করে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সতর্কবার্তা 

ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট কেনাবেচার জন্য কোনরকম অনুমতি দেয় না। তাই কোন লেনদেন করার আগে অবশ্যই ভালো হবে যাচাই করে নিন। অনলাইনে প্রতারণার সম্ভাবনাও থাকে। তাই লেনদেনের সময় অবশ্যই সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। নোটের দাম নিশ্চিত করতে বিভিন্ন সংগ্রাহকের সঙ্গে আলোচনা করুন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.