লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এক চার্জে 320 কিমি মাইলেজ, অবশেষে শুরু হল Ola Gen 3 ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি

Published on:

জানুয়ারিতে লঞ্চ হওয়ার পর অবশেষে দেশজুড়ে Ola S1 Gen 3 ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু হল।

অঙ্কিতা মন্ডল, কলকাতা: ভারতের অন্যতম বৃহত্তম ইভি টু-হুইলার স্টার্টআপ কোম্পানি, Ola Electric (ওলা ইলেকট্রিক) ভারতে তাদের থার্ড জেনারেশন বা Gen 3 বৈদ্যুতিক স্কুটারের ডেলিভারি চালু করার ঘোষণা করল। সংস্থার এই পোর্টফোলিওতে এন্ট্রি-লেভেল S1 X, S1 Pro এবং S1 Pro Plus অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলি গত ৩১ জানুয়ারি ধুমধাম করে আত্মপ্রকাশ করেছিল। তবে লঞ্চের ১০ দিনের মধ্যে টপ মডেল, S1 Pro-এর দাম ১৫,০০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে তারা।

READ MORE:  Car Care Tips in Holi: দোলের রঙ লেগে গাড়ির বারোটা বাজতে পারে, সময় থাকতে এখনই এই টিপস মেনে চলুন

Ola S1 Gen 3 ইলেকট্রিক স্কুটারের বিশেষত্ব

ওলা ইলেকট্রিকের থার্ড জেনারেশন প্ল্যাটফর্মটি তার পূর্বসূরীর তুলনায় অনেক আপগ্রেড এনেছে। যেমন পাওয়ার ও ব্যাটারির রেঞ্জে ২০ শতাংশ বৃদ্ধি এসেছে। তাছাড়া, কোম্পানিটি উন্নত কর্মক্ষমতা এবং নির্ভরযোগ্যতার জন্য মিড-ড্রাইভ মোটর এবং চেইন ড্রাইভও চালু করেছে। কোম্পানি S1 প্রো প্লাসে ডুয়াল-চ্যানেল এবিএস এবং ব্রেক-বাই-ওয়্যার সিস্টেম অফার করছে। রিজেনারেটিভ ব্রেকিংয়ের মাধ্যমে আরও উন্নত এনার্জি রিকভারি হবে।

Ola S1 Pro+

ওলার থার্ড জেনারেশন স্কুটারের টপ মডেল হল S1 Pro+ এবং এটি ৫.৩ কিলোওয়াট আওয়ার এবং ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারির বিকল্পে উপলব্ধ। উভয় ভেরিয়েন্টে ১৩ কিলোওয়াট ক্ষমতার মোটর রয়েছে।
টপ স্পিড প্রতি ঘন্টায় যথাক্রমে ১৪১ কিমি ও ১২৮ কিমি। ০-৪০ কিমি/ঘন্টা স্পিড তুলতে যথাক্রমে ২.১ সেকেন্ড ও ২.৩ সেকেন্ড সময় নেয়। টপ ভেরিয়েন্টে থাকা ব্যাটারি প্যাকের রেঞ্জ ৩২০ কিলোমিটার এবং দ্বিতীয়টির ২৪২ কিলোমিটার। তবে মনে রাখবেন, এগুলি সার্টিফায়েড রেঞ্জ।

READ MORE:  2025 Ducati Panigale V4 Launched: Ducati Panigale V4 লঞ্চ হল ভারতে, এই বাইকের দামে কেনা যায় আটটা নতুন গাড়ি! | 2025 Ducati Panigale V4 Price in India

Ola S1 Pro

Ola S1 Pro মডেলটি ৪ কিলোওয়াট আওয়ার এবং ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। উভয় মডেল ১১ কিলোওয়াট ক্ষমতার ইলেকট্রিক মোটর দ্বারা পরিচালিত। প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতি যথাক্রমে ১২৫ কিলোমিটার ও ১১৭ কিলোমিটার। আইডিসি অর্থাৎ আইডিয়াল রেঞ্জ যথাক্রমে ২৪২ কিলোমিটার এবং ১৭৬ কিমি।

Ola S1 X

Ola Gen 3 প্ল্যাটফর্মের সবচেয়ে সস্তা মডেল হল S1 X। এটি ৪ কিলোওয়াট আওয়ার, ৩ কিলোওয়াট আওয়ার, এবং ২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি অপশনে এসেছে। দাম যথাক্রমে ৯৯,৯৯৯ টাকা, ৮৯,৯৯৯ টাকা, ও ৭৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। ভ্যারিয়েন্ট তিনটির রেঞ্জ ও স্পিড যথাক্রমে ২৪২ কিমি/১২৩ কিমি, ১৭৬ কিমি/১১৫ কিমি, এবং ১০৮ কিমি/১০১ কিমি।

READ MORE:  বাজাজ থেকে রয়্যাল এনফিল্ড! মার্চে নজর কাড়তে এন্ট্রি নিচ্ছে দারুণ সব বাইক-স্কুটার | Upcoming Two Wheeler Launches in March 2025

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.