লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এক দিনেই 8,472 কোটি টাকার বুকিং পেয়ে রেকর্ড গড়ল Mahindra-র ইলেকট্রিক গাড়ি!

Published on:

গত কয়েক বছর ধরে বাজারে একের পর এক নতুন SUV এনেছে মাহিন্দ্রা (Mahindra)। বুকিং শুরুর প্রথম দিনেই এসইউভিগুলি বিপুল সাড়া ফেলেছে। তা সেটি Scorpio N ও XUV 3XO হোক বা Thar Roxx। সেই ট্রেন্ড এবার BE 6 এবং XEV 9e-এর ক্ষেত্রেও অব্যাহত থাকল। গতকাল সকাল ৯টায় ইলেকট্রিক গাড়ি দুটির বুকিং শুরু হয়েছে। মাহিন্দ্রার দাবি, প্রথম দিনেই দুই ইভি মোট ৩০,১৭৯টি বুকিং পেয়েছে। এক্স-শোরুম মূল্যে তাদের সম্মিলিত বুকিংয়ের অঙ্ক প্রায় ৮,৪৭২ কোটি টাকা।

READ MORE:  Suzuki Access Electric Scooter: চলতি বছর থেকেই কিনতে পারবেন সুজুকির ইলেকট্রিক স্কুটার, মাইলেজ-ফিচার্স জেনে নিন

Mahindra BE 6 এবং XEV 9e যথাক্রমে ৪৪% এবং ৫৬% বুক হয়েছে। ৭৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি সহ টপ-এন্ড প্যাক থ্রি ট্রিমটি সবথেকে বেশি বুক হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২০২২ সালে লঞ্চ হওয়া Scorpio-N বুকিং শুরুর ৩০ মিনিটের মধ্যে ১ লক্ষের বেশি অর্ডার পেয়েছিল। যেখানে 3XO গত বছর ৬০ মিনিটের মধ্যে ৫০ হাজারের বেশি বুকিং পেয়েছে।

READ MORE:  এক চার্জে 320 কিমি মাইলেজ, অবশেষে শুরু হল Ola Gen 3 ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি

তবে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে থারের ফাইভ ডোর সংস্করণ, Thar Roxx। গত বছর ১ ঘন্টায় ১,৭৬,২১৮ ইউনিট বুক হয়েছিল এই গাড়ি। EV স্পেসিফিক INGLO প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি BE 6 ও XEV 9e। এতে দুটি ব্যাটারি প্যাক অপশন রয়েছে — ৫৯ কিলোওয়াট আওয়ার এবং ৭৯ কিলোওয়াট আওয়ার। আবার মোটরের বিকল্পও দুটি — ১৭০ কিলোওয়াট ও ২১০ কিলোওয়াট।

READ MORE:  2025 KTM 390 Duke Launched: ক্রুজ কন্ট্রোলের সঙ্গে নতুন অবতারে হাজির বাইকপ্রেমীদের নয়নের মণি KTM 390 Duke | 2025 KTM 390 Duke Price

১৭০ কিলোওয়াট মোটরটি ৫৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারির সঙ্গে যুক্ত, যেখানে ২১০ কিলোওয়াট মোটর ৭৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকে ব্যবহার করা হয়েছে। BE 6 গাড়িটির দাম ১৮.৯০ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ২৬.৯০ লক্ষ টাকা পর্যন্ত গিয়েছে। অন্যদিকে, XEV 9e কিনতে খরচ হবে ২১.৯০ লক্ষ টাকা থেকে ৩০.৫০ লক্ষ টাকা। মনে রাখবেন, এগুলি এক্স-শোরুম প্রাইস।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.