এক মাছ খেয়েই উজাড় গোটা পরিবার! প্রাণ গেল ৫ বছরের শিশুর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভয়ঙ্কর ঘটনা! পটকা মাছ খেয়ে বাংলাদেশে (Bangladesh) 5 বছরের শিশুর মৃত্যু। ঘটনাটি ঘটেছে, ওপার বাংলার পিরোজপুরের কাউখালী উপজেলায়। সূত্রের খবর, এই ঘটনায় আরও 4 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলেই চিকিৎসক সূত্রে খবর।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কীভাবে ঘটল এই ঘটনা?

বেশ কয়েকটি সূত্র মারফত খবর, বাংলাদেশের পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরপাড়া গ্রামে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। নিহত শিশু ফাতেমা আক্তারের দাদু হানিফ সরদার জানিয়েছেন, নদী থেকে তুলে আনা অন্যান্য মাছের সাথে পটকা মাছও রান্না করে খেয়ে ফেলায় এই ঘটনা ঘটেছে।

READ MORE:  ১০,০০০ ড্রোন একসাথে উড়িয়ে বিশ্ব রেকর্ড গড়তে চলেছে আবুধাবি, কী দেখাবে তাতে?

ওই ব্যক্তি দাবি করেছেন, পটকা মাছ খাওয়ার সাথে সাথেই অসুস্থ বোধ করতে থাকে 5 বছর বয়সী ওই শিশু। এরপর তড়িঘড়ি কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া তাকে। মৃত শিশুর পরিবার জানিয়েছে, হাসপাতালেই মৃত্যু হয় ফতেমার।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

জানা গিয়েছে, পটকা মাছ খেয়ে বর্তমানে গুরুতর অসুস্থ ফতেমার পরিবারের 4 সদস্য। ফতেমার দাদু জানিয়েছেন, ভুলবশত পটকা মাছ খেয়ে ফেলেছিল আমার স্ত্রী ও তিন মেয়ে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

অবশ্যই পড়ুন: ভারতের কারণে বাঁচল বাংলাদেশের সেনাপ্রধান!

ঠিক কী জানিয়েছে হাসপাতাল?

বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার সুব্রত কর্মকার এ প্রসঙ্গে মুখ খুলেছেন। চিকিৎসকূ সুব্রত বাবু জানান, রাত দুটো নাগাদ পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে 5 রোগী হাসপাতালে আসেন। তাদের মধ্যে 5 বছরের একজন শিশুও ছিল।

READ MORE:  Indian Cricketer Died: IPL শুরুর আগেই দুঃসংবাদ! প্রয়াত ২৮ বছর বয়সী তরুণ ভারতীয় ক্রিকেটার | Indian Cricketer Died Before IPL

চিকিৎসক জানিয়েছেন, ফাতেমা আক্তার নামক ওই শিশু হাসপাতালে আসার আগেই মারা যায়। বাকি 4 জনের অবস্থা গুরুতর জেনে তাদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাদের।

Scroll to Top