পার্থ সারথি মান্না, কলকাতাঃ ফেব্রুয়ারি মাস পড়তেই কারোর মনে প্রেমের হাওয়া লেগেছে তো কেউ আবার গরম পড়ার আগে ঘুরতে যাওয়ার প্ল্যাংনিংয়ে ব্যস্ত। এমন সময়েই সরকারি কর্মীদের জন্য সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। লম্বা ছুটির ঘোষণা এল নবান্নের তরফ থেকে। হ্যাঁ ঠিকই শুনছেন, ৪ দিন একটানা ছুটি মিলবে, যেটা শুনেই খুশি কর্মচারীরা।
এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন
Join Now
কর্মীদের লম্বা ছুটি উপহার রাজ্য সরকারের
সামনেই ১৪ই ফেব্রুয়ারি, এই দিনটি অনেকের কাছে ভ্যালেন্টাইন ডে হিসেবে পরিচিত হলেও এই দিনেই ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন। সেই উপলক্ষে আসন্ন শুক্রবার ছুটি ছিলই। তবে এবার জানা যাচ্ছে ১৩ তারিখও ছুটি থাকবে। ইতিমধ্যেই সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নবান্ন থেকে জারি নির্দেশিকা | Nabanna Holiday List |
আজ অর্থাৎ মঙ্গলবার নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে ১৩ই ফেব্রুয়ারি শবে-বরাত উপলক্ষে ছুটি থাকবে রাজ্য সরকারি কর্মীদের। ফলে সরকারি স্কুল, কলেজ থেকে শুরু করে কর্পোরেশন, পৌরসভা সহ সরকরি ও আধা সরকারি অফিস ও প্রতিষ্ঠানগুলির কর্মীরা একটি অতিরিক্ত ছুটি পেয়ে গেলেন। ১৩ ও ১৪ দুদিন পরপর ছুটির পর শনি ও রবিবারেও কাজে যাবার ঝামেলা নেই। মাসের মাঝে এমন ৪ দিনের ছুটি পেয়ে স্বাভাবিকভাবেই বেশ খুশি সকল কর্মচারীরা।
প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন
Join Now
হটাৎ নতুন ছুটি ঘোষণা কেন?
প্রতিবছর নভেম্বর মাসে আগামী বছরের রাজ্য সরকারের ছুটির তালিকা প্রকাশ্যে আনা হয়। গতবছরও তার ব্যতিক্রম হয়নি। ২২ নভেম্বর ২০২৪ সালেই ১৪ই ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছিল। সেই সময় শবে-বরাত ও ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষেই ছুটি দেওয়া হয়। পরবর্তীকালে জানা যায়, ২০২৫ সালে শবে-বরাত পড়েছে ১৩ই ফেব্রুয়ারি। তাই নতুন করে ছুটির ঘোষণা করা হল।
প্রসঙ্গত, মার্চ মাসেও একটানা ৩ দিনের ছুটি পাবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা। ১৪ ও ১৫ই মার্চ দোল উপলক্ষে ছুটি থাকছে। এরপর ১৬ই মার্চ রবিবার তাই একটানা তিন দিনের ছুটি পাওয়া যাবে। এছাড়া ২৭ তারিখ হরিচাঁদ ঠাকুরের জন্মদিনের জন্য ও ৩১ শে মার্চ ঈদ-উল-ফিতরের জন্য ছুটি থাকবে।