লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

একধাক্কায় বিশাল সস্তা হল Realme-র দুর্দান্ত স্মার্টফোন, মিলছে 3 হাজার টাকা ডিসকাউন্ট

Published on:

Realme Narzo 70 Turbo 5G গত বছর সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। নার্জো সিরিজের এই নতুন ফোনে হাই-রিফ্রেশ রেট সহ অ্যামোলেড স্ক্রিন, Dimensity 7300 Energy প্রসেসর, স্টেইনলেস স্টিল VC কুলিং সিস্টেম, IP65 রেটিং, ও রেনওয়াটার স্মার্ট টাচের মতো নানা আকর্ষণীয় ফিচার্স রয়েছে। যারা এই ফোনটি কিনতে চান, তাদের জন্য সুখবর। আমাজনে রিয়েলমির এই হ্যান্ডসেটে ৩,০০০ টাকা ডিসকাউন্ট কুপন পাওয়া যাচ্ছে যা ফোনটির দাম অনেকটা কমিয়ে এনেছে।

READ MORE:  Smartphone: মাত্র ১২৯৯৯ টাকা থেকে শুরু, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার এই ৬ স্মার্টফোন কিনুন বাজেটের মধ্যে

Realme Narzo 70 Turbo 5G অফার ও নতুন দাম

আমাজনে রিয়েলমি নার্জো ৭০ টার্বো ৫জি ১৬,৯৯৮ টাকায় লিস্টেড আছে। তবে ৩,০০০ টাকা ডিসকাউন্ট কুপন ধরে স্মার্টফোনটির দাম ১৩,৯৯৮ টাকায় নেমে এসেছে। আবার বিভিন্ন ব্যাঙ্ক অতিরিক্ত অফার দিচ্ছে। ব্যাঙ্ক অফ বরোদা, ফেডারেল ব্যাঙ্ক, ও এইচএসবিসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ১০০০ টাকা ছাড় আছে। অর্থাৎ সব অফার ধরে ১২,৯৯৮ টাকায় এটি কেনা যাবে।

READ MORE:  হাতে থাকলে সবাই তাকাবে, iPhone 17 Air হবে সবচেয়ে পাতলা, কত দাম থাকবে জানুন

স্পেসিফিকেশন ও ফিচার্স

রিয়েলমি নার্জো ৭০ টার্বো ৫জি-তে ৬.৬৭ ইঞ্চি দৈর্ঘ্যের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,০০০ নিট পিক ব্রাইটনেস ও ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করে। ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি চিপসেটের সঙ্গে ৬ জিবি, ৮ জিবি, ১২ জিবি র‍্যাম, ও ১২৮ জিবি, ২৫৬ জিবি স্টোরেজ অপশন রয়েছে।

ফটোগ্রাফির জন্য ডিভাইসটির ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা বর্তমান। সেলফি ও ভিডিয়ো কলের জন্য সামনে ১৬ মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ ব্যাটারি থাকছে যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Realme 14T 5G Specification: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ৬০০০mAh ব্যাটারি, Realme 14T 5G বাজারে আসতেই ঝড় তুলবে | Realme 14T 5G 50 Megapixel Dual Camera

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.