লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

একবার রিচার্জ করলেই ২০০ দিন নিশ্চিন্ত! সাথে মিলবে একগুচ্ছ সুবিধা, Jio এর সেরা এই প্ল্যান

Published on:

ভারতের মোবাইল ব্যবহারকারীদের মধ্যে Jio গ্রাহক সবথেকে বেশি। দেশের ৪৬ কোটির বেশি মানুষ এখন জিওর সিম ব্যবহার করে। এবার এই বিশাল সংখ্যক গ্রাহকদের জন্য জিও নিয়ে আসলো দারুণ এক অফার। এবার থেকে ২০০ দিন পর্যন্ত মোবাইলে রিচার্জের আর কোনো রকম টেনশন নিতে হবে না। অর্থাৎ, একবার রিচার্জ করলেই ২০০ দিন সম্পূর্ণ নিশ্চিন্তে ফ্রি কলিং, 5G ডেটা এবং অন্যান্য সুবিধা মিলবে।

কোন প্ল্যানের কথা বলছি?

আসলে রিলায়েন্স জিও সম্প্রতি ২০০ দিনের ভ্যালিডিটিসহ একটি সস্তার প্ল্যান চালু করেছে। অথচ প্ল্যানটি খুবই পাওয়ারফুল। যারা বারবার রিচার্জ করতে চান না, তাদের জন্য এই প্ল্যানটি একদম পারফেক্ট। এই প্ল্যানটির মূল্য হচ্ছে মাত্র ২০২৫ টাকা। এই প্ল্যানে যে সুবিধাগুলি পাওয়া যাচ্ছে সেগুলি হল-

  • একবার রিচার্জ করলে ২০০ দিন পর্যন্ত মোবাইল রিচার্জের কোনো রকম ঝামেলা নিতে হবে না। 
  • ফ্রি আনলিমিটেড কলিং পাওয়া যাবে যেকোনো নেটওয়ার্কে। 
  • প্রতিদিন ২.৫জিবি করে হাই স্পিড ডেটা পাওয়া যাবে, অর্থাৎ মোট ৫০০জিবি ডেটা পাওয়া যাবে]।
  • আনলিমিটেড 5G ডেটা সুবিধা পাওয়া যাবে। 
  • প্রতিদিন ১০০টি করে ফ্রি SMS এর সুবিধা মিলবে। 
READ MORE:  ২৪৯ টাকায় ৪৫ দিনের মেয়াদ, BSNL-এর অফারে জিও-এয়ারটেলের রাতের ঘুম উড়ে গেল

কাদের জন্য সেরা এই অফারটি?

আপনি যদি দিনে বেশি পরিমাণে ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও স্ট্রিমিং দেখেন বা গেম খেলেন, তাহলে এই প্ল্যানটি হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কারণ এই প্ল্যানে আপনি প্রতিদিন ২.৫ জিবি হাই স্পিড 5G ডেটা পাবেন। পাশাপাশি সারাদিন আনলিমিটেড 5G ডেটার সুবিধা মিলবে। এখানেই শেষ নয়। ইউটিউব, Netflix, Instagram স্ক্রলিং বা অনলাইন ক্লাসের জন্য এটি হতে পারে সেরা অপশন।

READ MORE:  SBI Balance Check: হোয়াটসঅ্যাপ থেকে SMS, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ব্যালেন্স চেক করার বিভিন্ন উপায় | SBI Account Balance Onlline Check

জিওর এক্সট্রা বোনাসের সুবিধা

জিও এই প্ল্যানটির মাধ্যমে শুধুমাত্র কলিং বা ডেটার সুবিধা দিচ্ছে না। বরং তিন মাসের জন্য JioHotstar সাবস্ক্রিপশন দিচ্ছে, যা আইপিএলের মরসুমে সেরা বিনোদন জোগাবে। এর পাশাপাশি ৫০জিবি AI ক্লাউড স্টোরেজ পাওয়া যাবে। এছাড়া ফ্রি জিও টিভি সাবস্ক্রিপশন মিলবে। 

এখনই রিচার্জ করুন

যারা এই প্ল্যানটি রিচার্জ করতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, জিওর এই অফারটি সীমিত সময়ের জন্যই উপলব্ধ। তাই দেরি না করে এখনই ২০২৫ টাকা দিয়ে একবার রিচার্জ করে ফেলুন আর ২০০ দিন সম্পূর্ণ নিশ্চিন্তে উপভোগ করুন সব আনলিমিটেড সুবিধা।

READ MORE:  সরকারি কর্মচারীদের জন্য সুখবর! ১৪,০০০ কোটি টাকা বরাদ্দ, এবার বকেয়া DA ও DR মিটবে
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.