লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এপ্রিলে টানা ৩ দিন হলিডে, নতুন ছুটির ঘোষণা সরকারের! দেখে নিন দিনক্ষণ

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের সংবিধানের রূপকার বাবাসাহেব ভীমরাও রামজি আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে এবার জাতীয় ছুটি (National Holiday) পালন করা হবে। হ্যাঁ ঠিকই শুনেছেন। কেন্দ্র সরকার এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। বিশেষ করে সামাজিক ন্যায় এবং সাম্যের জন্য আম্বেদকরের অবদানের প্রতি সম্মান জানাতে গিয়েই হয়তো এই বড়সড় পদক্ষেপ।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

জাতীয় ছুটির ঘোষণা

কেন্দ্র সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এপ্রিল মাসের ১৪ তারিখ বাবাসাহেব আম্বেদকরের জন্মদিন উপলক্ষে গোটা দেশে জাতীয় ছুটি পালন করা হবে। কেন্দ্রের এক মন্ত্রী তার এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, “সংবিধানের রূপকার যিনি আমাদের সমাজে সাম্যের নতুন যুগ ঘোষণা করেছিলেন, সেই বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা হচ্ছে।”

READ MORE:  দ্রুতই বিরল খনিজে আধিপত্য শেষ হবে চিনের, বড় ভবিষ্যদ্বাণী বিজ্ঞানীদের

তিনি আরো উল্লেখ করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে এবং দেশবাসীর মতামতকে সম্মান জানিয়েছেন। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

সমাজ সংস্কারক বাবাসাহেব আম্বেদকর

১৮৯১ সালের ১৪ই এপ্রিল মধ্যপ্রদেশের মহৌতে জন্মগ্রহণ করেন সংবিধানের রূপকার ভীমরাও রামজি আম্বেদকর, যিনি বাবাসাহেব নামেই বিশেষ পরিচিত। ভারতের ইতিহাসে তাকে দলিত আন্দোলনের প্রধান মুখ হিসেবেই আমরা চিনি। তিনি আজীবন সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের অধিকার, সামাজিক ন্যায় এবং সম্মানের দিকে নজর দিয়েছেন। তিনি বিশেষ করে পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে প্রথম আইনজীবী ছিলেন এবং স্বাধীন ভারতের প্রথম আইন এবং বিচারমন্ত্রী হয়েছিলেন। সংবিধান রচনার পাশাপাশি তিনি ভারতের দলিত সম্প্রদায়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। ১৯৫৬ সালের ৬ই ডিসেম্বর বাবাসাহেবের মৃত্যু হয়। পরবর্তীতে তাকে মরণোত্তরভাবে ভারতের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্ন’ প্রদান করা হয়।

READ MORE:  আরও বেশি শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনা, অত্যাধুনিক ৮৩টি তেজস যুদ্ধ বিমান কিনছে ভারত

এপ্রিল মাসে টানা ৩ দিন ছুটির সুযোগ

এবছর ১৪ই এপ্রিল শুক্রবার, যা জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপরের দিন ১৫ই এপ্রিল, শনিবার বাংলা নববর্ষের প্রথম দিন হওয়ায় পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের ছুটি পালিত হবে। এরপর ১৬ই এপ্রিল, রবিবার সাপ্তাহিক ছুটি। তাই সরকারি ও বেসরকারি কর্মচারীদের জন্য টানা তিন দিন ছুটির সুবিধা মিলছে। আর এই বিশেষ সুবিধা পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং অন্যান্য রাজ্যের কর্মীদের জন্য এক বড় উপহার হিসাবে ধরা দিয়েছে। 

READ MORE:  এবার অ্যাকশন, ৪% DA-তে অখুশি কর্মীদের সরকারের বিরুদ্ধে বিরাট ঘোষণা

বাবাসাহেব আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ছুটির ঘোষণা সরকারি কর্মচারী বা স্কুল কলেজের পড়ুয়াদের জন্য তো খুশির খবর বটেই, পাশাপাশি ভারতের সামাজিক ন্যায়ের ইতিহাসেও এক নতুন মাত্রা যোগ করবে। তার আদর্শ এবং সমাজ সংস্কারের প্রচেষ্টা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই ছুটি কেবলমাত্র তার শ্রদ্ধা নিবেদনের জন্য নয়, বরং সাধারণ মানুষও তার অবদান সম্পর্কে আরো অবগত হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.