সুমন পাত্র, কলকাতা: Samsung Galaxy S25 সিরিজের চতুর্থ মডেল এবার ভারতে আসতে চলেছে। নতুন ফোনটির নাম S25 Edge৷ একটি আল্ট্রা স্লিম ফ্ল্যাগশিপ হিসাবেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে এটি। দক্ষিণ কোরিয়ান সংস্থাটির সবচেয়ে পাতলা ফোন হিসাবে আসবে নতুন মডেলটি। উচ্চ-কর্মদক্ষতার জন্য Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করা হবে। এটি আগামী মাসে অর্থাৎ এপ্রিলে ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে।
পূর্ববর্তী একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, Samsung Galaxy S25 Edge এপ্রিল মাসে বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে। কিন্তু এখন, জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে, দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট আগামী মাসে ভারতেও এই আল্ট্রা-স্লিম ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা করছে। তাই আঞ্চলিক এবং বিশ্বব্যাপী রিলিজ একই তারিখে হতে পারে অথবা একদিনের গ্যাপ থাকতে পারে।
স্পেসিফিকেশনের কথা বললে, Galaxy S25 Edge ফোনটিতে ৬.৬ ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যা ১.৫K রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ৫.৮৪ মিমি পাতলা বডি ও ১৬২ গ্রাম ওজন একে বিশেষ করে তুলেছে। এত স্লিম ফোন হওয়ার কারণে ৩৯০০ এমএএইচ ব্যাটারি প্যাক দিয়েই সন্তুষ্ট থাকতে হবে। সাথে ২৫ ওয়াট ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং এবং ২০০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।
প্রসঙ্গত, খুব সম্প্রতি Samsung Galaxy S25 Edge-এর কালার স্কিম, স্টোরেজ অপশন ও দাম (ইউরোপীয় ভেরিয়েন্ট) ফাঁস হয়েছে। এটি তিনটি রঙের বিকল্পে আসবে বলে আশা করা হচ্ছে – টাইটেনিয়াম আইসব্লু, টাইটেনিয়াম সিলভার, এবং টাইটেনিয়াম জেটব্ল্যাক। ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হতে পারে। উভয় ভেরিয়েন্ট ১২ জিবি র্যামের সাথে যুক্ত হতে পারে।