লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

এবার 7,500mAh ব্যাটারির ফোন আনছে রেডমি, থাকবে 100W ফাস্ট চার্জ সাপোর্ট

Published on:

রেডমি তাদের ‘কে’ সিরিজের অধীনে প্রতি বছর ফ্ল্যাগশিপ কিলার লঞ্চ করে থাকে। আর চলতি বছরেও সেই রীতির অন্যথা হচ্ছে না। Redmi K80 লাইনআপ এই বছর প্রিমিয়াম ফিচার্সের সঙ্গে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের টপ মডেল হবে Redmi K80 Ultra। সম্প্রতি এই স্মার্টফোনটির নানা তথ্য ফাঁস হয়েছে। এখন জানা যাচ্ছে যে এতে বিশাল ব্যাটারি থাকবে। এছাড়াও, অনলাইনে ফোনটির প্রসেসর, ডিসপ্লে-সহ নানা ডিটেলস প্রকাশ হয়েছে।

READ MORE:  ১৫ হাজার টাকার কমে ৮ জিবি র‌্যাম সহ ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, Samsung, Realme-র সেরা ফোন

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, Redmi K80 Ultra ফোনে ৬.৮ ইঞ্চি ওলেড এলটিপিএস ফ্ল্যাট ডিসপ্লে প্যানেল থাকবে যা ১.৫K রেজোলিউশন অফার করবে। ফোনটির ডিজাইনে সবচেয়ে উল্লেখযোগ্য ডিজাইন পরিবর্তন হল গোল ক্যামেরা মডিউল। যেখানে পূর্বসূরী K70 Ultra বর্গাকার ক্যামেরা মডিউল পেয়েছিল।

Redmi K80 Ultra-তে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে এবং উন্নত স্থায়িত্বের জন্য মেটাল মিডল ফ্রেম থাকবে। পারফরম্যান্সের দিক থেকে, ফোনটিতে মিডিয়াটেকের আসন্ন ডাইমেনসিটি ৯৪০০প্লাস চিপসেট ব্যবহার হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ৭,৪০০ এমএএইচ বা ৭,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে। এটি পূর্বসূরীর মতোই ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা যায়।

READ MORE:  DSLR এর মতো ছবি তুলবে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসা এই ৬ সস্তা ফোন

রেডমির নতুন প্রিমিয়াম স্মার্টফোনে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে যা অপটিক্যাল সেন্সরের থেকে আরও ভাল নির্ভুলতা প্রদান করবে। প্রসঙ্গত, রেডমি গত বছর জুলাইতে Dimensity 9300 Plus প্রসেসর চালিত K70 Ultra লঞ্চ করেছিল। ফলে K80 Ultra চলতি বছরে প্রায় একই সময়ে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।

READ MORE:  সবথেকে শক্তিশালী ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে Redmi Turbo 4 Pro, চার্জ দিতে ভুলে যাবেন!
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.