শ্বেতা মিত্র, কলকাতা: সাধারণ রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এবার আপনার টিকিট যদি কনফার্ম না হয়ে RAC -ও হয়ে তাহলেও আপনার আর চিন্তা নেই। কারণ এবার রেলের তরফে সকলের জন্য এমন এক পরিষেবা আনা হল যার দরুণ উপকৃত হবেন সকলে। RAC যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক করতে ভারতীয় রেল একটি বড় পদক্ষেপ নিয়েছে। এখন, এসি কোচে আরএসি টিকিটে ভ্রমণকারী প্রতিটি যাত্রীকে সম্পূর্ণ বিছানার সুবিধা প্রদান করা হবে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
RAC যাত্রীদের জন্য দারুণ সুখবর
আগে এক সিটে দুজন যাত্রীর জন্য একটি করে বেডরোল থাকত, যা অসুবিধার কারণ হত, কিন্তু এখন প্রতিটি আরএসি যাত্রীকে একটি প্যাকেজড বেডরোল দেওয়া হবে, যার মধ্যে বিছানার চাদর, কম্বল এবং অন্যান্য জিনিসপত্র থাকবে। ভারতীয় রেলওয়ের এই উদ্যোগের ফলে, RAC যাত্রীদের এখন ভ্রমণ আরও সহজ হয়ে উঠবে সেটা বলাই বাহুল্য।
এমনিতে যত সময় এগোচ্ছে ততই ভারতীয় রেলপথের আকার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি, কেন্দ্রীয় সরকার আইআরসিটিসি এবং আইআরএফসিকে দেশের যথাক্রমে ২৫তম এবং ২৬তম নবরত্ন কোম্পানি হিসেবে উন্নীত করার অনুমোদন দিয়েছে। এই উদ্যোগের ফলে RAC যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক হবে এবং তাদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগও শেষ হবে। এখন আরএসি যাত্রীরাও নিশ্চিত টিকিট যাত্রীদের মতো সুবিধা গ্রহণ করতে পারবেন এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
পুরো টাকা, কিন্তু অর্ধেক সুবিধা
আরএসি টিকিটধারী যাত্রীরা পুরো ভাড়া পরিশোধ করেন কিন্তু পাশের নিচের বার্থের অর্ধেক আসন নিয়ে ভ্রমণ করতে হয়। তবে, এখন এই যাত্রীরা নিশ্চিত টিকিটধারীদের মতো বিছানায় থাকার সুবিধা পাবেন। আপনি বার্থে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কোচ অ্যাটেনডেন্ট আপনাকে বিছানার চাদর সরবরাহ করবে।
কী বলছে রেল?
এই প্রসঙ্গে এক রেল আধিকারিক জানিয়েছেন, ‘আরএসি যাত্রীরা কনফার্ম টিকিটধারীদের মতোই সুযোগ-সুবিধা পাবেন। আপনার বার্থে পৌঁছানোর সাথে সাথে কোচ অ্যাটেনডেন্ট বিছানার রোল সরবরাহ করবেন। যাত্রীদের সুবিধা এবং সন্তুষ্টির জন্য এই ব্যবস্থাটি বাস্তবায়ন করা হয়েছে লাগছে।’