শ্বেতা মিত্র, কলকাতা: এবারের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025) সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিল পর্ষদ। আশা করা হয়েছিল, সমস্যা ছাড়াই শেষ হবে এবারের মাধ্যমিক পরীক্ষা। কিন্তু তা আর হচ্ছে কই! বিতর্কের পর বিতর্ক। অঙ্ক পরীক্ষার পর এবার বিজ্ঞানের ইংরেজি প্রশ্ন পত্র নিয়ে দেখা দিল বিভ্রাট।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
ফের প্রশ্নের মুখর মাধ্যমিক পরীক্ষা
মাধ্যমিকে বাংলার পাশাপাশি ইংরেজিতেও প্রশ্ন দেওয়া হয়। বেশিরভাগ পড়ুয়া বাংলাতেই পরীক্ষা দেন। তবে সবাই নন। আবার অনেক সময় বাংলায় কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হলে, ইংরেজি প্রশ্ন দেখে নেওয়ার সুযোগ থাকে পরীক্ষার্থীদের। কিন্তু সেই ইংরেজি মাধ্যমের প্রশ্নেই যদি ভুল থাকে? তাহলে পরীক্ষার্থীদের বুঝতে যে অসুবিধা হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সমস্যা এবার এমনই, যে শিক্ষকরাও বুঝতে পারছেন না ইংরেজিতে কি লেখা হয়েছে। ফলত অভিযোগ ওঠে স্বাভাবিক।
বিজ্ঞান পরীক্ষা নিয়ে বিভ্রান্তি
অভিযোগ উঠেছেও। তবে পরীক্ষার্থীদের অনেকেই যেহেতু বাংলায় উত্তর লেখেন, তাই এই সমস্যা নিয়ে এখনও খুব একটা জলঘোলা হয়নি বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। শিক্ষকদের একাংশ স্পষ্টই জানাচ্ছেন, ইংরেজিতে অনুবাদ হওয়া প্রশ্ন বুঝতে বেশ অসুবিধা হচ্ছে। অনুবাদের মান আরও ভাল হওয়া দরকার ছিল। ইংরেজির প্রশ্নপত্রে একাধিক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। যদিও বিষয়টি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আপাতত কোনও মন্তব্য করা হয়নি।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
এবারের মাধ্যমিক পরীক্ষায় বিতর্ক এই প্রথম নয়। এর আগে বিতর্কে দেখা দিয়েছিল অঙ্ক প্রশ্নকে কেন্দ্র করে। দু’টি অঙ্ক পড়ুয়াদের মধ্যে সৃষ্টি হওয়া অসন্তোষের কারণ ছিল। এবং পরে বলা হয়েছে, ওই অঙ্ক দু’টো কষতে শুরু করলেই পরীক্ষার্থীরা পেয়ে যাবেন পুরো নম্বর। গোটা বিষয়টা খতিয়ে দেখে, বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। তারপরেই নেওয়া হয় এই বড় সিদ্ধান্ত।