লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

কপাল খুললো রাজ্যের সরকারি কর্মীদের, মিলছে ৬৮০০ টাকা অতিরিক্ত বোনাস

Published on:

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা বর্তমানে মাত্র ১৪%, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩% মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। এর উপর আবার কেন্দ্রীয় মহার্ঘ্য ভাতা শীঘ্রই ২-৩% বৃদ্ধি পাবে বলেও জল্পনা চলছে। এমন সময়ে আরও ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মীচারীরা। পরিস্থিতি কিছুটা সামাল দিতে তাই এবার বোনাস বাড়াল রাজ্য সরকার। যদিও সকলেই এই বোনাস পাবেন না। সেখানেও রয়েছে বাধা।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য তার কর্মচারীদের জন্য অ্যাড-হক বোনাস ঘোষণা করেছে। এই বোনাস, যা ৬,৮০০ টাকা পর্যন্ত হতে পারে, আসন্ন উৎসবগুলির জন্য ঠিক সময়েই এসেছে ঘোষণা। এই বোনাস সেইসব কর্মচারীদের দেওয়া হবে যারা উৎপাদনশীলতা-সংযুক্ত বা ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস’ বোনাস পান না এবং যাদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার কম। এছাড়াও, কিছু চুক্তিভিত্তিক কর্মচারীও যদি নির্দিষ্ট মানদণ্ড পূরণ করেন তবে এই বোনাসের জন্য যোগ্য হবেন।

READ MORE:  TET উত্তীর্ণদের জন্য বড় সুখবর, হাইকোর্টের নির্দেশে নোটিশ জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

ইদের আগে তাহলে লটারি পেলেন কারা?

কর্মীদের ধর্মীয় চাহিদা মেটাতে বোনাস প্রদানের সময়সূচী সতর্কতার সাথে পরিকল্পনা করা হয়েছে। ইসলাম ধর্মের কর্মচারীরা ইদের আগে বোনাস পাবেন, কারণ বর্তমানে রমজান চলছে। তবে অন্যান্য কর্মচারীরা দুর্গাপূজা উৎসবের ঠিক আগে ১৫ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে তাদের বোনাস পাবেন। এটি কর্মীদের তাদের উৎসবের খরচ মেটাতে সহায়তা করার জন্য।

READ MORE:  ইন্টারনেট ছাড়াই রাস্তা চিনিয়ে নিয়ে যাবে Google Maps, লোকেশন সেভ রাখার কৌশল জেনে নিন

কারা বোনাসের জন্য যোগ্য?

বোনাসের পরিমাণ একটি সূত্র দ্বারা গণনা করা হবে যেখানে ৩১ মার্চ পর্যন্ত কর্মচারীর বেতনকে যোগ্য মাসের সংখ্যা দিয়ে গুণ করে ১২ দিয়ে ভাগ করা হবে। তবে, বোনাস ৬,৮০০ টাকার বেশি হতে পারবে না। যেসব কর্মচারী প্রতি মাসে ৪৪,০০০ টাকার কম আয় করেন তাঁরা বোনাসের জন্য যোগ্য হবেন।

READ MORE:  EPFO: ATM অতীত, এবার UPI থেকেই তোলা যাবে PF-র টাকা, আসছে নয়া সুবিধা | EPFO Might Start PF Wihtdrawal With UPI Soon

চুক্তিভিত্তিক কর্মচারীরা যারা ২০২৪-২৫ অর্থবর্ষে কমপক্ষে ১২০ দিন কাজ করেছেন তাঁরাও এই বোনাসের জন্য যোগ্য হবেন। হিসাব করলে যদি ৬,৮০০ টাকার বেশি বোনাস পাওয়া যায়, তবুও যে কোনও কর্মচারী সর্বোচ্চ ৬,৮০০ টাকা পাবেন।

আপাতত, কর্মীরা বোনাসের জন্য কৃতজ্ঞ, তবে তারা আরও ভালো বেতন এবং ভাতা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.