শ্বেতা মিত্র, কলকাতা: লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বড় খবর। কবে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result)? সেটা জানতে কি আপনিও ইচ্ছুক? তাহলে আজকের এই লেখাটি রইল আপনার জন্য। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণীর ফলাফল ২০২৫: পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড (WBBSE) শীঘ্রই WBBSE মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশ করবে। শিক্ষার্থীরা তাদের ফলাফল প্রকাশের পরে অফিসিয়াল WBBSE ওয়েবসাইট, wbresults.nic.in-এ দেখতে পারবে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কবে বেরোবে মাধ্যমিক ২০২৫-এর ফলাফল?
ফলাফল দেখার জন্য তাদের লগইন বিশদ লিখতে হবে। ফলাফল ঘোষণা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের সময়োপযোগী আপডেটের জন্য প্রার্থীদের নিয়মিত WBBSE অফিসিয়াল ওয়েবসাইট দেখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
কীভাবে চেক করবে রেজাল্ট?
১) এর জন্য প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, wbresults.nic.in-এ যান।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
২) এরপর হোমপেজে গিয়ে এবং ফলাফল বিভাগটি খুঁজুন।
৩) ‘WB Madhyamik board result 2025’ লিঙ্কটি খুঁজুন এবং ক্লিক করুন।
৪)এর ফলে স্ক্রিনে একটি নতুন পেজ খুলবে।
৫) অনুরোধ অনুসারে প্রয়োজনীয় সার্টিফিকেটগুলি ইনপুট করতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
৬) জমা দেওয়ার পরে, আপনার WB মাধ্যমিক বোর্ডের ফলাফল স্ক্রিনেপ্রদর্শিত হবে। ফলাফল ডাউনলোড করতে এগিয়ে যান এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য এটি প্রিন্ট করে রাখুন।
উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৪ সালে WBBSE ২ মে দশম শ্রেণীর ফলাফল ঘোষণা করেছিল। তবে, যেসব শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না তারা সম্পূরক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, যার সময়সূচী পরে প্রকাশ করা হবে। এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৬০৩ জন ছাত্র এবং ছাত্রীর সংখ্যা হল ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন। এবার মোট ২,৬৮৩টি স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে।