কাঁড়ি কাঁড়ি টাকার প্রতারণার অভিযোগ! সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সোনু সুদ শুধু তারকা নন তিনি হয়ে উঠেছিলেন ভারতবর্ষের ‘মসিহা!’ আসলে আজ থেকে পাঁচ বছর আগে হওয়া করোনা মহামারী সময় পর্দার তুমুল ভিলেনই হয়ে উঠেছিলেন আপামর ভারতবাসীর কাছে সত্যিকারের নায়ক। মহামারির ঘোর বিপদে আমি জনতার বিশ্বাস, ভরসা, আশ্বাসের নাম হয়ে উঠেছিলেন সোনু সুদ।

পর্দার ভীষণ রকম দাপুটে ভিলেন তখন সাধারণ মানুষের নায়ক হয়ে উঠেছিলেন। যে যে কোন‌ও বিপদে তখন একজনেরই নাম নিতেন সোনু সুদ। তিনি যেন জীবন্ত ভগবান। বাঁচাতে পারেন একমাত্র যেন তিনিই। পর্দার খুনে ভিলেন থেকে বাস্তবের মাটিতে তিনি হয়ে ওঠেন অসহায়ের ত্রাতা, গরিবের মসিহা।

READ MORE:  ১৩ বছর বয়সে আদালতের দ্বারস্থ অভিষেক-ঐশ্বর্যা কন্যা আরাধ্যা! কে প্রতারণা করলো তার সঙ্গে?

বারবার বিভিন্ন কাজে সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু এবার এই মানুষটার বিরুদ্ধেই উঠেছে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। শুধু তাই নয় তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। জানা গেছে ১০ লক্ষ টাকা জালিয়াতি করেছেন নাকি তিনি।

সোনু সুদ

এই বিষয়ে জানা গেছে, সংবাদ সংস্থা এএনআই সূত্রে। লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্না আদালতে দাবি করেন, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি সোনু সুদকে ‘রিজিকা কয়েন’ নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে প্রায় ১০ লক্ষ টাকার লগ্নির লোভ দেখান। মূল অভিযুক্ত মুহিত শুক্লাই।

READ MORE:  Neem Phooler Madhu: 'বাবুউউ'র বিয়ে হতেই শেষের পথে 'নিম ফুলের মধু', অন্য কোন সিরিয়াল আনছে ZEE Bangla? | Neem Phooler Madhu might be ending soon rumours on social media

যদিও সেই ঘটনায় সাক্ষ্য প্রমাণ দিতে সমন পাঠানো হয়েছিল সোনু সুদকে।‌ কিন্তু তিনি সমন এড়িয়ে যান কোর্টে হাজিরাও দেননি।‌ আর সেই কারণেই ভারতবর্ষের মাসিহার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। জানা গেছে, লুধিয়ানার আদালত মুম্বইয়ের আন্ধেরির ওশিওয়ারা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছে অভিনেতাকে গ্রেফতার করে আদালতে নিয়ে আসতে।

READ MORE:  নিম্ন আদালতের পর এবার হাইকোর্টও খারিজ করল আরমান কোহলির জামিনের আবেদন

 

Scroll to Top