কৃষকদের জন্যে দারুণ সুখবর, প্রত্যেক কৃষক এবার পাবে ৫৬৫০ টাকা করে

অবশেষে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড়সড় সুখব। এবার কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) বৃদ্ধি করা হচ্ছে। নতুন ঘোষণা অনুযায়ী, ২০৫৫-২৬ অর্থবর্ষে প্রতি কুইন্টাল পাটের MSP নির্ধারণ করা হয়েছে ৫৬৫০ টাকা, যা আগের বছরের তুলনায় ৩১৫ টাকা বেশি।

অর্থাৎ, এবার ন্যূনতম সহায়ক মূল্য প্রায় ৬% বৃদ্ধি পেয়েছে। এই সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক থেকে অনুমোদন করা হয়েছে এবং এতে কৃষকরা খুবই উপকৃত হবেন। এই বর্ধিত মূল্য কৃষকদের আয়ও বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। 

কৃষকদের জন্য বড় সিদ্ধান্ত

বুধবার কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই মূল্যবৃদ্ধির ফলে কৃষকদের লাভের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। তিনি আরো উল্লেখ করেছেন, ধান চাষে আগের তুলনায় কৃষকরা এবার প্রায় ৬৬.৮% বেশি লাভ করবেন। 

READ MORE:  রাজ্যের কর্মচারীদের জন্যে সুখবর, এই কর্মীদের বেতন ৫৫০০ টাকা বাড়ছে

গত বছরের তুলনায় ধান এবং অন্যান্য ফসলের সহায়ক মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০১৪-১৫ সালে প্রতি কুইন্টাল পাটের MSP ছিল মাত্র ২৪০০ টাকা। কিন্তু ২০২৫-২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৫০ টাকা, যা ২.৩৫ গুন বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির ফলে কৃষকরা ন্যায্যমূল্য বেশি পাবেন এবং তাদের জীবনযাত্রার মান আরো উন্নত হবে।

২০২৫ সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে?

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য কৃষক বন্ধু প্রকল্প পরিচালনা করছে। এই প্রকল্পের আওতায় চাষীদের বছরে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং এবার MSP বৃদ্ধি পাওয়ায় আরো বেশি পরিমাণে কৃষকরা উপকৃত হবেন।

সরকারি সূত্রের খবর অনুযায়ী, ২০২৫ সালের প্রথম পর্যায়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মার্চ মাসের প্রথম সপ্তাহে কৃষকদের ব্যাংক একাউন্টে জমা হতে পারে। যেসব কৃষক এখনো এই প্রকল্পের সুবিধা পাননি তারা নিকটবর্তী কোন কৃষি দপ্তরে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে আসতে পারেন। 

READ MORE:  SBI Concurrent Auditor Recruitment 2025: শুরুতেই বেতন ৪৫,০০০ টাকা! SBI-তে ১১৯৪ শূন্যপদে নিয়োগ, সহজেই আবেদন | State Bank Of India Recruitment

২০২৫ সালের বিভিন্ন ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের তালিকা

  • ধান- ২,৩০০ টাকা প্রতি কুইন্টাল
  • গম- ২,৪২৫ টাকা প্রতি কুইন্টাল
  • সূর্যমুখী বীজ- ৭,২৮০ টাকা প্রতি কুইন্টাল
  • নারকেল- ১১,১৬০ টাকা প্রতি কুইন্টাল
  • মুগ ডাল- ৮,৬৮২ টাকা প্রতি কুইন্টাল
  • জোয়ার- ২,৩২০ টাকা প্রতি কুইন্টাল
  • বার্লি- ১,৯৮০ টাকা প্রতি কুইন্টাল
  • তুলা- ৭,১২১ টাকা প্রতি কুইন্টাল
  • সয়াবিন- ৪,৮৯২ টাকা প্রতি কুইন্টাল
  • আখ- ৩৪০ টাকা প্রতি কুইন্টাল
READ MORE:  একধাক্কায় ২০% শেয়ার পতন ইন্ডাসইন্ড ব্যাংকের, অন্য ব্যাংকগুলিও কি মুখ থুবড়ে পরবে?

MSP বৃদ্ধির ফলে কৃষকরা কী কী সুবিধা পাবেন?

MSP বৃদ্ধির ফলে কৃষকরা যে সুবিধাগুলি পাবেন সেগুলি হল-

  • কৃষকদের লাভের হার অনেকটাই বাড়বে।
  • ন্যায্য মূল্যে ফসল বিক্রির সুযোগ পাওয়া যাবে ।
  • পাট চাষে কৃষকদের আগ্রহ আরো বাড়বে। 
  • বিচারহীন দামে ফসল বিক্রির আশঙ্কা কমবে। 
  • সরকারি সহায়তা কৃষকদের জীবনযাত্রার মানকে আরো উন্নত করবে।

শুধু এখানেই শেষ নয়, MSP বৃদ্ধির পাশাপাশি জাতীয় স্বাস্থ্য মিশনকেও আরো ৫ বছর বাড়ানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ফলে কৃষকদের স্বাস্থ্য ব্যবস্থাও উন্নত হবে। এই নতুন পরিবর্তনগুলি সরাসরি বাংলার কৃষকদের জন্য আশার আলো নিয়ে এসেছে। নতুন সহায়ক মূল্যে তারা আরো লাভবান হবেন এবং কৃষকদের চাষের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

Scroll to Top