কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ২০২৫ সালে আসতে চলেছে এক বড় সুখবর। সরকারের তরফ থেকে ৮ম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এর ফলে বেতন ও পেনশন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নতুন কমিশনের সুপারিশে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ থেকে বেড়ে ৩.৬৮ হতে পারে। এর অর্থ, মূল বেতনে প্রায় ৪৪% বৃদ্ধি আসতে পারে। বর্তমানে যেখানে একজন কর্মচারীর সর্বনিম্ন মূল বেতন ১৮,০০০, তা বাড়িয়ে ৬৬,২৪০ করার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।
শুধু বেতনই নয়, পেনশনভোগীরাও উপকৃত হবেন। বর্তমান ন্যূনতম পেনশন ৯,০০০ থেকে বাড়িয়ে ৩৩,১২০ পর্যন্ত করার চিন্তাভাবনা চলছে। এই পদক্ষেপের ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।
৮ম বেতন কমিশনের সুপারিশ ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে, এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় এবং সরকারিভাবে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষা করা হচ্ছে। সরকারি কর্মচারী মহলে ইতিমধ্যেই এই বিষয়ে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিন পর এমন একটি সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে সন্তোষ ও কর্মস্পৃহা বৃদ্ধি করবে। সকল কর্মচারীদের পরামর্শ দেওয়া হচ্ছে, আসন্ন সময়ে কমিশনের সুপারিশ ও সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে।