ক্রেতাদের জন্য ফের চমক, রিয়েলমি আরও একটি দুর্ধর্ষ স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে | Realme P3 Ultra India Launch Date

রিয়েলমি ভারতের একের পর এক ফোন লঞ্চ করতে ব্যস্ত। গত বছর থেকে বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে মিড-রেঞ্জ ও ফ্ল্যাগশিপ সেগমেন্টে প্রচুর আকর্ষণীয় স্মার্টফোন লঞ্চ করেছে সংস্থাটি। এবার বাজারে আসতে চলেছে তাদের পারফরম্যান্স ফোকাসড মিড-রেঞ্জার Realme P3 সিরিজের একটি নতুন মডেল। Realme P3 Ultra ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে হাজির হয়েছে বলে খবর সামনে এসেছে। যার অর্থ এটি লঞ্চ হতে বেশি দেরি নেই।

READ MORE:  Redmi Note 14s Launched: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Redmi Note 14s লঞ্চ হল, কম দামে ৮ জিবি র‌্যাম ও বড় ব্যাটারি | Redmi Note 14s Price

Realme P3 Ultra শীঘ্রই ভারতে আসছে

BIS ওয়েবসাইটে RMX5030 মডেল নম্বর সহ একটি রিয়েলমি স্মার্টফোন দেখা গিয়েছে। ৯১মোবাইলস জানিয়েছে, এই মডেল নম্বরটি আসন্ন Realme P3 Ultra-এর বলে আশা করা হচ্ছে। যথারীতি ভারতে লঞ্চের কনফার্মেশন ছাড়া বিআইএস ডেটাবেস থেকে রিয়েলমির এই মডেলটির কোনও স্পেসাফিকেশন বা ফিচার্স প্রকাশ হয়নি।

Realme P3 Ultra সম্পর্কে কী কী তথ্য জানা গিয়েছে

Realme P3x ও P3 Pro-এর পর P3 Ultra হবে Realme P3 সিরিজের তৃতীয় মডেল। প্রতিবেদন অনুসারে, Realme P3 Ultra একটি চকচকে (গ্লসি) ব্যাক প্যানেলের সঙ্গে আসবে এবং গ্রে কালার স্কিম বিকল্প থাকবে। লঞ্চের সময় আরও কালার অপশন উপলব্ধ হবে বলে আশা করা যায়। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‍্যাম অফার করবে বলে অনুমন করা হচ্ছে, যেখানে ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যেতে পারে।

READ MORE:  Samsung Galaxy F55 5G Discount: ১১ হাজার টাকা সস্তা, Samsung এর ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন বিরাট সস্তায় কেনার সুযোগ | Samsung Galaxy F55 5G 50MP Camera

উল্লেখ্য, Realme P3 সিরিজ গত মাসে ভারতে লঞ্চ হয়েছে। এই লাইনআপে উপলব্ধ Realme P3x এর দাম ভারতে ১৩,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে, যা ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজের মূল্য। অন্যদিকে, Realme P3 Pro-এর দাম ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজের জন্য ২৩,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। Realme P3 Ultra এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল হবে, তাই দাম ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে।

READ MORE:  প্রসেসর-ক্যামেরা মুগ্ধ করবে, অসাধারণ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল রিয়েলমি

Scroll to Top