ক্লাচ ছাড়াই ছুটবে বাইক! নতুন বছরে দেশে অভিনব মোটরসাইকেল আনছে Yamaha

Yamaha সাম্প্রতিক সময়ে ভারতে বেশ কিছু হাই পারফরম্যান্স মোটরসাইকেল নিয়ে এসেছে। আবার ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে জাপানি সংস্থাটির একঝাঁক বড় বাইক প্রদর্শিত হয়েছে। তার মধ্যে Yamaha MT-09 মডেলটি এই বছরেই দেশে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। সূত্রের দাবি, জুন অথবা জুলাইয়ের মধ্যে দাম ঘোষণা ও বুকিং চালু করে দিতে পারে ইয়ামাহা।

READ MORE:  Tesla Car Price in India: ভারতে টেসলার গাড়ির দাম ঠিক কত হবে? আপনার বাজেটে থাকবে কিনা জেনে নিন | How Much Tesla Car Cost in India

দামি মডেল হওয়ার কারণে Yamaha MT-09 ভারতে বাছাই করা ডিলারদের কাছে পাওয়া যাবে। ডেলিভারি এবং আফটার সেলস সার্ভিস বিবেচনা করলে, অর্ডার দেওয়া পর বাইকের চাবি হাতে পেতে অন্তত কয়েক মাস লাগতে পারে। প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে দেশের বড় বাইকের সেগমেন্টে ইয়ামাহা অনুপস্থিত। যার অন্যতম কারণ কম চাহিদা।

MT-09 একটি স্ট্রিট নেকেড মোটরসাইকেল। এতে উচ্চ কর্মক্ষমতার জন্য ৮৯০ সিসি, ইনলাইন-ট্রিপল CP3 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা সর্বাধিক ১১৭ হর্সপাওয়ার এবং ৯৩ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। ইঞ্জিনটি ছয় গতির গিয়ারবক্সের সঙ্গে লিঙ্ক করা। উল্লেখযোগ্য বিষয় হল, গত বছর বাইকটিতে সেমি অটোমেটিক গিয়ার অপশন যুক্ত হয়েছে।

READ MORE:  Mercedes-Benz EQS Range: এক চার্জেই পুরী ঘুরে বাড়ি রিটার্ন, শুধু এই ইলেকট্রিক গাড়িতেই এমন অনবদ্য মাইলেজ! | Mercedes-Benz EQS Mileage

বাইকটির আরেকটি বিশেষত্ব হল ডিজাইন। সামনে রোবট-সদৃশ হেডলাইট কাউল থেকে শুরু করে বড় ট্যাঙ্ক এবং স্লিক টেল সেকশন পর্যন্ত, MT-09 বেশ আক্রমণাত্মক দেখায়। ফিচার্সের মধ্যে রয়েছে স্লাইড কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, ডুয়াল-চ্যানেল এবিএস, এবং তিনটি রাইড মোড- স্ট্রিট, রেন, ও স্পোর্ট। দেশে বাইকটির দাম ১১ লক্ষ (এক্স-শোরুম) টাকার কাছাকাছি থাকতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  ডিজাইন দেখলে মনে ঝড় উঠবে, বাজারে আলোড়ন ফেলতে তৈরি টাটার নতুন গাড়ি
Scroll to Top