খাবার নিয়ে ঝামেলা! বিয়ে ভাঙতে উদ্যত বরপক্ষ, শেষমেশ পাত্র যা করল

চলছে বিয়ের মরশুম। সেলিব্রিটি থেকে আম জনতা সবারই বিয়ে হচ্ছে। এই বিয়েকে ঘিরে আনন্দ, হইহুল্লোড় যেমন থাকে তেমন‌ই এই বিয়েকে ঘিরে কত রকমের ঘটনা যে ঘটে তা আর বলার ইয়াত্তা রাখে না। সম্প্রতি সেই রকমই ঘটনার সাক্ষী থাকল সুরতের ভারাছা এলাকা।

বিয়ে ভাঙতে উদ্যত বরপক্ষ, কিন্তু বিয়ে করেই ক্ষান্ত হবে পাত্র। অবশেষে থানায় গিয়ে চার হাত এক হলো। আর সেই ঘটনারই একটি ভিডিও এবার ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। আর যা দেখে রীতিমতো হইচই পড়ে গেছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে আগত বরযাত্রীদের খাওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। এরপর হঠাৎ করে বিয়ে বন্ধ হয়ে যায়। বরপক্ষ ছেলে নিয়ে ফিরে যাবে বলে মেয়ে পক্ষকে হুঁশিয়ারি দিতে থাকে। ‌

READ MORE:  মহিলা IAS-র ফেসবুক পোস্টে হাসার শাস্তি, জামিন পেতে ২৭৩ কিমি ছুটতে হল যুবককে

যদিও সেই সময় বিয়ের বেশির ভাগ রীতিই সম্পন্ন হয়েছে। বরপক্ষ ফিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেও নিজের কর্তব্যে অনড় ছিল পাত্র। পাত্রী অঞ্জলি কুমারীকে নিয়ে পাত্র প্রমদ মাহাতো স্থানীয় থানায় যোগাযোগ করেন। উভয় পরিবারকেই থানায় ডেকে পাঠায় পুলিশ। সেখানেই এক প্রস্থ চলে ঝামেলা, অশান্তি। এরপর পরিস্থিতি আয়ত্তে এলে থানাতেই বসে বিয়ের আসর। সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ বিয়ে প্রমদ ও অঞ্জলীর বিয়ে সম্পন্ন হয় সম্পন্ন হয়।

যদিও বিয়ের বেশ কিছু রীতি নিয়ম আগেই সম্পন্ন হয়েছিল বাকি ছিল মালাবদল। পুলিশ স্টেশনে সেই সমস্ত বাদ বাকি নিয়ম সম্পন্ন হয়। এই ঘটনার একটি ভিডিও নিজেদের সোশ্যাল মাধ্যমে পোস্ট করে সুরত পুলিশ। ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে দারুণ রকমের ভাইরাল হয়েছে এই ভিডিও। একই সঙ্গে বরের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

READ MORE:  মারা গেছে ভাই, কাঁদছে ভাইয়ের ব‌উ, পাশে রিলস করছে দিদি! অদ্ভুত দৃশ্য দেখে হতবাক নেটপাড়া

 

Scroll to Top