খালি গায়ে ‘শিবতান্ডব’ নেচে সোশ্যাল মিডিয়ায় পোস্ট আইআইটি বাবার! মুহূর্তেই ভাইরাল ভিডিও

চলতি বছরের মহাকুম্ভের মেলা যা যা দিয়ে গেছে সেই তালিকায় একটি নাম হল অভয় সিং! যিনি অবশ্য পরিচিত আইআইটি বাবা নামে। বোম্বে আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ার এই মানুষটি দুম করে ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে নেন। সম্পর্ক রাখেননি বাবা-মায়ের সঙ্গেও।

তাকে নিয়ে প্রথমবার চর্চা শুরু হয় যখন একজন সাংবাদিক মহাকুম্ভের মেলায় তার পরিচয় জিজ্ঞাসা করেন। আর ব্যাস এরোস্পেস ইঞ্জিনিয়ার হয়ে সন্ন্যাসী হয়েছেন চলতি সমাজে তা বিরাট ব্যাপার, আর তাই তার ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। চোখের পলক ফেলতে না ফেলতেই তিনি ভাইরাল হয়ে যান।

READ MORE:  Lakh Takar Lokkhi Labh: রচনার দিদি নাম্বার ওয়ান অতীত, লাখ টাকার শো আনলেন সুদীপ্তা, কীভাবে অংশ নেবেন? | How to take part in Lakh Takar Lokkhi Labh Reality Show Audition

আর ভাইরাল হতেই আলটপকা মন্তব্য বিভিন্ন ভিডিওর বন্যা বইয়ে দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে রয়েছে একটি প্রোফাইল‌ও। আর এবার ক্যামেরা অন রেখে হোটেলের ঘরে শিব তাণ্ডব নেচে ফের ভাইরাল হওয়ার চেষ্টা করলেন তিনি। যদিও শিব ঠাকুরকে নিয়ে আইআইটি বাবার এহেন কীর্তিকলাপ একেবারেই মেনে নিতে পারেননি নেটিজেনরা।

কদিন আগেই হোটেলের ঘরে গাঁজা রাখার জন্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি।‌ এছাড়াও একটি টিভি চ্যানেলের বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়ে গেরুয়াধারীদের কাছে মার খাওয়ার অভিযোগ করে নিজেই পুলিশের কাছে গিয়ে ধর্না দিয়েছিলেন আইআইটি বাবা। আর এবার ফের একবার ভাইরাল হলেন তিনি।

READ MORE:  সময় বাঁচাতে গিয়ে যেতে বসল প্রাণ! রেলিং টপকাতে গিয়ে উল্টে পাথরে মাথা ঠুকলো যুবকের

 

Scroll to Top