খোলামেলা ড্রেসে ‘আজ কি রাত’ গানে দুর্দান্ত নাচ শক্তি রানার, ভিডিও ভাইরাল

আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়া খুব সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেতে গেলে বেশি পরিশ্রমের প্রয়োজন নেই শুধুমাত্র নিজের ট্যালেন্ট থাকলেই আপনি খুব সহজে সোশ্যাল মিডিয়াতে স্টার হয়ে উঠবেন। এই ধরনের প্লাটফর্মের মধ্যে অন্যতম হলো instagram এবং facebook। এই দুটি প্লাটফর্মে খুব সহজে আপনারা নিজের একটা ফ্যান ফলোয়িং তৈরি করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার জগতে ফেসবুক এবং instagram অন্যান্য অ্যাপ্লিকেশন। এখানে প্রতিদিন নতুন নতুন ভিডিও জনপ্রিয় হয় এবং সেগুলো হয় ভাইরাল।

READ MORE:  পরমব্রত-পিয়ার জীবনে আসছে নতুন সদস্য! সবার সঙ্গে সুখবর ভাগ করে নিলেন দম্পতি

হলুদ শাড়িতে নাচ করে ভাইরাল শক্তি রানা

কালো শর্ট টপ ও কালো রংয়ের থাই স্লিট ঘাঘরা পরে মোহময়ী রূপে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন শক্তি রানা। শিল্পী রাজ আর নীলকমল সিংয়ের গাওয়া জনপ্রিয় হিন্দি গান “আজ কি রাত” গানের তালে নাচের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, শক্তি রানা অসাধারণ অভিব্যক্তি ও নৃত্য দক্ষতার সাথে গানের তালে তাল মিলিয়ে নাচছেন। তার আত্মবিশ্বাসী মুখভাব ও মনোমুগ্ধকর নৃত্যশৈলী দর্শকদের মনে দ্রুতই ছুঁয়ে গেছে।

READ MORE:  'বাবা নিরালা' আর 'ববিতা'র সেই দৃশ্য মনে আছে?Tridha Chaudhary-র এই ওয়েব সিরিজ ও ছবি তার থেকেও বেশি সাহসী!

ভাইরাল হয়েছে ভিডিও

এই মুহূর্তে শক্তি রানার ইনস্টাগ্রামে ৪০০০ এর নেহসি জন ফলোয়ার রয়েছে। তার এই নাচের ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং নেটজুড়ে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই তার নৃত্যশৈলীর প্রশংসা করছেন এবং তাকে একজন প্রতিভাবান নৃত্যশিল্পী বলে অভিনন্দন জানাচ্ছেন। অনেকে কমেন্ট করে বলেছেন, ভিডিওটি দারুন হয়েছে। অনেকে বলেছেন, তিনি নাকি তমন্না ভাটিয়ার থেকেও ভালো নাচ করেছেন। আবার কিছু লোকজন বলেছেন, তারা শক্তির সাথে একসাথে পারফর্ম করতে চান। তবে আবার আরেকজনের মন্তব্য এসেছে তার পোশাক নিয়ে। তিনি বলেছেন, এই নাচের জন্য শক্তি যে পোশাক পড়েছেন, সেটা তার পছন্দ হয়নি। সব মিলিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত এসেছে এই কমেন্ট বক্সে। তাই আর দেরি না করে আপনিও দেখে নিন এই ভিডিওটি।

READ MORE:  Sa Re Ga Ma Pa: জাতীয় পুরষ্কার সহ কুড়িয়েছেন একাধিক সম্মান! কিন্তু ৫২ বছরেও অবিবাহিত ইন্দ্রদীপ দাশগুপ্ত, কেন? | Music Director Indraadip Dasgupta Shared Why He Is Unmarried

Scroll to Top