শ্বেতা মিত্র, কলকাতা: গরমের ছুটির (Summer Vacation) দিন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রাথমিক স্তরে গরমের ছুটির মেয়াদ কমানো হলেও, মাধ্যমিক স্তরে গ্রীষ্ম অবকাশ তুলনামূলক দীর্ঘ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধ্যমিক স্তরে গরমের ছুটির মেয়াদ বাড়ানো হলেও, কিছু অসন্তোষ থেকেই যাচ্ছে।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
কবে থেকে পড়ছে গরমের ছুটি?
পর্ষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে ছুটির যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটা অনুযায়ী ২০২৫ সালে গরমের ছুটি থাকবে ১১ দিন। এর আগের বছর, মানে ২০২৪ সালে খাতায় কলমে গরমের ছুটির দেওয়া হয়েছিল ১০ দিন। খাতায় কলমের হিসেবে এ বছর গরমের ছুটি এক দিন বেশি দেওয়া হবে। যদিও ছুটির দিন আরো বাড়তেও পারে। কারণ বিগত কয়েক বছর যে হারে তাপমাত্রা বেড়েছে তাতে অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত নিতে হয়েছিল। এবারেও যে তেমনটা হবে না সেটা আপাতত জোর দিয়ে বলা যাচ্ছে না। আপাতত ২০২৫ সালে খাতায় কলমে গরমের ছুটি ১১ দিন। জানা যাচ্ছে যে এ বছর গরমের ছুটি ১২ মে থেকে শুরু হতে পারে এবং চলবে ২৩ মে পর্যন্ত।
গরমের ছুটির ছাড়াও অন্যান্য মাসের ছুটির তালিকা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে এমন কিছু ছুটির দিনের উল্লেখ রয়েছে, যে দিন পড়ুয়াদের বিদ্যালয়ে যেতে হবে। এই নিয়ে অসন্তোষ দানা বেঁধেছে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
কী বলছে মধ্যশিক্ষা পর্ষদ?
“মধ্যশিক্ষা পর্ষদের তরফে ২০২৫ শিক্ষাবর্ষে ছুটির তালিকা প্রকাশিত হল। অথচ স্কুলে উপস্থিত থেকে পালন করার কথা বলা হয়েছে একাধিক ছুটির দিনের ক্ষেত্রে। ওই দিনগুলি ছুটি হিসেবে না ধরে কার্যকরী দিন হিসেবে ঘোষণা করে মর্যাদার সঙ্গে পালন করার দাবি আমরা জানিয়েছিলাম। কিন্তু তা রক্ষিত হল না”, বলেছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী।
পর্ষদের তরফে প্রকাশিত প্রাথমিক তালিকা অনুযায়ী এই বছর মোট ৬৫ টি ছুটি থাকার কথা। ছুটির দাবি ৮৫ দিন কেন নয়, এই প্রশ্ন উঠেছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদকের মতে, “র্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ছুটির দিন সংখ্যা আগের মতো ৮৫-তে ফিরিয়ে আনা হলে বিদ্যালয়গুলি আঞ্চলিক পরিস্থিতি অনুযায়ী গ্রীষ্মের সময় ছুটি দিতে পারত। সারা বছর পড়াশোনার পরিকল্পনা বিঘ্নিত হত না।”