সৌভিক মুখার্জী, কলকাতাঃ শীত গড়িয়ে গ্রীষ্ম চলে আসলো। আর কিছুদিন পর থার্মোমিটারের পারদ আরো উপরের দিকে উঠবে। আর তখনই পড়বে গরমের ছুটি। তবে এই লম্বা ছুটিতে সবাই চায় পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে। কিন্তু অনেক সময় ব্যস্ততার কারণে আগেভাগে ট্রেনের টিকিট বুক করা সম্ভব হয়ে ওঠেনা। এরপর যখন টিকিট কাটতে যান, তখন দেখায় সব সিট ফুল। তবে দুশ্চিন্তার কোনো রকম কারণ নেই। যদি আপনি শেষ মুহূর্তে তৎকাল টিকিট (Tatkal Ticket) কাটতে যান তাহলে মাত্র কয়েকটি কৌশল মেনে টিকিট কাটলেই আপনি টিকিট কনফার্ম করতে পারবেন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি গোপন কৌশল।
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন
Join Now
আগেভাগেই IRCTC অ্যাপ ডাউনলোড করুন
অনেকেই IRCTC-এর ওয়েবসাইট ব্যবহার করে টিকিট কাটতে গিয়ে সময় নষ্ট করেন। কিন্তু আপনি যদি IRCTC অ্যাপ একবার ডাউনলোড করে রাখেন, তাহলে অনেক দ্রুত টিকিট বুকিং করতে পারবেন। এজন্য প্রথমে IRCTC অ্যাপে লগইন করুন এবং নিজের ব্যক্তিগত তথ্য, ট্রেনের নাম এবং ও নম্বর আগে থেকেই সেভ করে রাখুন। বারবার ট্রেনের নাম্বার এবং রুট লিখতে গেলে বাড়তি সময় নষ্ট হবে। তাই আগেভাগেই ফেভারিট ট্রেন সেভ করে রাখুন। বুকিং-এর সময যাতে সবকিছু ঝটপট করা যায়, তার জন্য আগে থেকেই নিজের সমস্ত তথ্য আপডেট করে রাখুন। এই পদ্ধতি অবলম্বন করলে টিকিট কনফার্ম হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়।
মাস্টার লিস্ট তৈরি করুন
স্বাভাবিকভাবেই প্রতি বার যাত্রীর নাম, বয়স, লিঙ্গ, বার্থ, পছন্দের খাবার ইত্যাদি অপশন টাইপ করতে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। তাই আগে থেকেই মাস্টার লিস্ট তৈরি করে রাখলে বুকিং-এর সময় কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত তথ্য বসিয়ে নেওয়া যায়। মাস্টার লিস্ট তৈরি করার জন্য প্রথমে IRCTC অ্যাপের ‘My Profile’ সেকশনে যেতে হবে। এরপর ‘Passenger Master List’ অপশনে গিয়ে সকল যাত্রীর নাম, বয়স, লিঙ্গ, বার্থ, পছন্দের খাবার নির্বাচন করতে হবে। ফলে টিকিট বুক করার সময় শুধুমাত্র যাত্রীদের নির্বাচন করলেই হয়ে যাবে। নতুন করে কিছু টাইপ করার দরকার পড়বে না। এতে সময়ও বাঁচবে এবং টিকিট কনফার্ম হওয়ার চান্সও বাড়বে।
বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে
Join Now
ই-ওয়ালেট বা UPI ব্যবহার করুন
আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ রয়েছে, যারা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে গিয়ে ঝামেলায় পড়েন। কিন্তু জানেন কি? ই-ওয়ালেট বা UPI দিয়ে পেমেন্ট ব্যবহার করলে সময় অনেক কম লাগে। প্রথমত IRCTC-এর ই-ওয়ালেট বা UPI ব্যবহার করলে কোন ওটিপি বা লগইন করতে হয় না। তাই যদি ই-ওয়ালেট বা UPI ব্যবহার করতে যান তাহলে আগেভাগেই সেখানে টাকা লোড করে রাখুন। এতে পেমেন্ট দ্রুত হবে, আর টিকিট কনফার্ম হওয়ার চান্সও বাড়বে।
এই তিনটি কৌশল অবলম্বন করলে আপনি সহজেই গরমের ছুটির জন্য স্পেশাল তৎকাল টিকিট কনফার্ম করতে পারবেন। আগেভাগেই প্রস্তুতি নিলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই টিকিট কনফার্ম হওয়া সম্ভব। তাই সময় নষ্ট না করে এখনই এই পদ্ধতিগুলি অবলম্বন করুন।