গুলি চালানোই হল কাল, পাল্টা ভারতীয় সেনার জবাবে নিহত একাধিক পাকিস্তানি জওয়ান

শ্বেতা মিত্র, কলকাতা: ফের চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। চুক্তি ভেঙে ভারতীয় সেনাকে লক্ষ্য করে চালানো হল গুলি। প্রাথমিক ধাক্কা সামলে পাল্টা গুলি বৃষ্টি করে ভারতীয় সেনা। ভারতীয় সেনার ওপর হামলা চালিয়ে পাকিস্তানি সেনার ফল যে ভাল হয়নি সেটা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় সেনা পাল্টা প্রতিরোধ গড়ার পর পাকিস্তানি সেনা রীতিমতো ল্যাজেগোবরে হয়েছে বলেই খবর।


এক্সক্লুসিভ খবর পড়তে জয়েন করুন

Join Now

ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধার সেক্টরে গুলি চালাতে শুরু করেছিল পাকিস্তান সেনা। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছোঁড়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। ঘটনাটা বুধবারের। পাকিস্তানের দিক থেকে গুলি ছোঁড়ার পর পাল্টা দিতে শুরু করে ভারতীয় সেনা। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সেটা প্রাথমিকভাবে জানা যায়নি।

READ MORE:  Champions Trophy 2025: চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যাবেন রোহিত এবং শামি? চোট নিয়ে বড় আপডেট | Rohit Sharma Mohammed Shami Injury Update

তবে সীমান্তের ওপারে বেশ ভাল প্রভাব পড়েছে বলেই মনে করা হচ্ছে। চলতি বছর এই প্রথম ভারত পাকিস্তান সীমান্তে হল গুলির লড়াই। ২০২১ সালের পর থেকে দুই দেশের সেনার মধ্যে গুলি বিনিময়ের ঘটনা কার্যত বিরল। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি, দুই দেশের মধ্যে হয়েছিল এক সীমান্ত চুক্তি। তারপর থেকে উত্তেজনা প্রশমিত হতে শুরু করেছিল।


প্রিমিয়াম খবর পড়তে জয়েন করুন

Join Now

উত্তপ্ত সীমান্ত

পাকিস্তানের দিক থেকে ফের গুলি ছোঁড়ার ফলে ভারত সীমান্তে পরিস্থিতি এখন কিছুটা উত্তপ্ত হয়ে রয়েছে। সজাগ ভারতীয় সেনা। উল্লেখ্য, একদিন আগে জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। ঘটনায় শহীদ হয়েছিলেন দুই জওয়ান। এরপর বুধবার, সীমান্ত চুক্তি লঙ্ঘন করে গুলি চালল পাকিস্তান।

READ MORE:  নৌকা ডুবে ভয়াবহ দুর্ঘটনা, নিহত একাধিক ফুটবলার!
Scroll to Top