গেম খেলার জন্য এবার গেমিং ট্যাবলেট আনছে Redmi, কেমন ফিচার্স থাকবে দেখুন

গেমিং স্মার্টফোনের পাশাপাশি এখন জনপ্রিয় হয়ে উঠছে গেমিং ট্যাবলেট। মূলত চাইনিজ কোম্পানিরা এমন ধরনের হাই-পারফরম্যান্স ট্যাব বাজারে আনছে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে শাওমির সাব ব্র্যান্ড রেডমি। গত মাসে এক চীনা টিপস্টার এই ডিভাইসটির ব্যাপারে কিছু তথ্য সামনে এনেছিল। এখন, একই সূত্র Redmi Gaming ট্যাবলেটের আরও গুরুত্বপূর্ণ ডিটেলস প্রকাশ করেছে।

READ MORE:  ১৫ হাজার টাকার ফায়দা, Asus Zenbook A14 ও VivoBook 16 বুক করলে বিরাট লাভ | Asus VivoBook A16 Asus Zenbook A14 Laptop Pre-order

ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, রেডমির গেমিং ট্যাবটিতে উন্নত হ্যাপটিক ফিডব্যাকের জন্য ডুয়াল এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, বহুমুখী সংযোগের জন্য ডুয়াল ইউএসবি-সি পোর্ট ও দুর্দান্ত অডিওর জন্য ডুয়াল-স্পিকার রয়েছে। এটি ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকে (সেপ্টেম্বর-নভেম্বর) আত্মপ্রকাশ করতে পারে, তবে অফিসিয়াল নাম এখনও অজানা। ট্যাবটি খুব সম্ভবত গত বছরের Redmi Pad Pro মডেলটির উত্তরসূরি হতে পারে।

READ MORE:  গল্প নয় সত্যি! 12,000 এমএএইচ ব্যাটারির বিশাল বড় ট্যাবলেট আনছে Oppo ও Vivo

উল্লেখ্য, ইতিমধ্যেই জানা গিয়েছে রেডমির গেমিং ট্যাবে Dimensity 9400+ প্রসেসর থাকবে। এটি Dimensity 9400 চিপসেটের ওভারক্লকড ভার্সন এবং খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবে। ৮.৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। ট্যাবটিতে ধাতব ইউনিবডি ডিজাইন থাকবে বলে আশা করা হচ্ছে, যা হালকা কিন্তু টেকসই বিল্ডের দিকে ইঙ্গিত করছে।

অন্যদিকে, Redmi K80 এই বছরের তৃতীয় ত্রৈমাসিকে মাসিকে বাজারে আসার কথা রয়েছে। ফলে ট্যাবটিও একই সময়ে ফোনটির সঙ্গে লঞ্চ হতে পারে। রেডমির নতুন মোবাইলেও পাওয়ারফুল ডাইমেনসিটি 9400+ প্রসেসর, 1.5K রেজোলিউশনের ওলেড ডিসপ্লে, এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

READ MORE:  ল্যাপটপের মতো বিশাল ডিসপ্লে এবার ট্যাবে, বাজার কাঁপাতে আসছে Vivo Pad 4 Pro

Scroll to Top