বেশি র্যামের সাথে দুর্দান্ত গেমিং পারফরম্যান্স উপভোগ করতে চাইলে কিন্তু বাজেট কম থাকলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা ১২ জিবি পর্যন্ত র্যামের সস্তা কয়েকটি ফোন সম্পর্কে বলবো। আর এই স্মার্টফোনগুলির দাম ২৫ হাজার টাকার কম। আবার এদের সাথে ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে।
Realme NARZO 70 Turbo 5G
রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ছাড়ের পরে ২০,৯৯৮ টাকায় অ্যামাজনে উপলব্ধ। ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১,৫০০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি প্রসেসর দেওয়া হয়েছে।
iQOO Z9s 5G
প্রিমিয়াম ফিচারের এই গেমিং ফোনের ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৮ টাকা। ব্যাঙ্ক কার্ডে ১৫০০ টাকা অতিরিক্ত ছাড় রয়েছে। iQOO ফোনে রয়েছে কার্ভড AMOLED ডিসপ্লে।
Redmi Note 13 Pro+
রেডমি নোট সিরিজের এই ফোনের ১২ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট অ্যামাজনে ২৪,৪৯০ টাকায় বিক্রি হচ্ছে। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর। এই ফোনে ৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Samsung Galaxy F55 5G
স্যামসাং এফ সিরিজের এই ডিভাইসের ১২ জিবি র্যাম এবং ২৫৫ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২২,৪৬০ টাকায় পাওয়া যাচ্ছে এবং এর সাথে ১,৫০০ টাকা ব্যাঙ্ক অফার রয়েছে। এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর দেওয়া হয়েছে।
Motorola Edge 50 Fusion 5G
অ্যামাজনে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ এই মটোরোলা স্মার্টফোনের দাম ২৩,৩৬৯ টাকা এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের সাথে ১,১৫০ টাকা অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। ডিভাইসটি কার্ভড পিওএলইডি ডিসপ্লে এবং আইপি৬৮ রেটিং সহ এসেছে।