লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

চলে এল Samsung Galaxy S25 সিরিজের এন্টারপ্রাইস এডিশন, পাবেন দুর্দান্ত সিকিউরিটি

Published on:

গত মাসে লঞ্চ হয়েছে Samsung Galaxy S25 সিরিজ। আজ থেকে ভারতে এই সিরিজের সেল শুরু হয়েছে। সেই সাথে আজ Galaxy S25 সিরিজের এন্টারপ্রাইস এডিশন লঞ্চ করে ফেলল Samsung। এখানে দুটি মডেল রয়েছে – Galaxy S25 এবং Galaxy S25 Ultra এন্টারপ্রাইস এডিশন। আপাতত কয়েকটি দেশে (যেমন – ইউরোপ) প্রি-অর্ডার চালু হয়েছে ফোনগুলির।

S25 সিরিজের মতো এই এডিশনেও রয়েছে একগুচ্ছ এআই ফিচার। এছাড়া বেশ কিছু ফিচার দুই মডেলে একরকম। তবে কিছু পার্থক্যও দেখা যাবে। বিজনেস মডেল এবং এন্টারপ্রাইস ইউজারদের জন্য বিশেষ সিকিউরিটি ও এআই ফিচার রয়েছে এই সিরিজে। এছাড়া দুই ফোনের সঙ্গে পাওয়া যাবে এক বছরের Samsung Knox Suite সাবস্ক্রিপশন এবং ৩ বছর পর্যন্ত বিজনেস সাপোর্ট।

READ MORE:  হাত মেলালো চিরপ্রতিদ্বন্দী Samsung ও Apple, স্মার্টফোনে এবার থাকবে বাহুবলী ব্যাটারি

স্যামসাংয়ের দাবি, এই ফোনগুলিতে থাকা এআই ফিচার-এর মাধ্যমে ব্যাবসা আরও সংগঠিত করা যাবে এবং কর্মক্ষমতাও বৃদ্ধি করা যাবে। এআই ফিচারটি কলের কথোপকথন সংক্ষেপে তুলে ধরবে, সৃজনশীল লেখা, মিটিংয়ের রেকর্ড এবং অনুবাদ সংক্রান্ত একাধিক কাজে সহযোগিতা প্রদান করবে। বিভিন্ন ডিভাইসে দ্রুত এবং সহজে ডেটা ট্রান্সফার করা যাবে এবং ফোন হারিয়ে গেলে তা Knox প্ল্যাটফর্মের দ্বারা সেটি লক বা ট্র্যাক করতে সাহায্য করবে।

READ MORE:  সুগন্ধ ছড়াবে Infinix Note 50s Pro+ 5G ফোন, অভিনব প্রযুক্তি সহ শীঘ্রই বাজারে আসছে

ভারতে Samsung Galaxy S25 এন্টারপ্রাইস এডিশনের দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী, Galaxy S25 Ultra এন্টারপ্রাইস এডিশন লঞ্চ হতে পারে ১,২৬৯ পাউন্ড মূল্যে (ভারতীয় মুদ্রায় প্রায় ১,৩৮,২৫৮ টাকা)। আর বেস মডেলের দাম হতে পারে ৮১৯ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯,১৯২ টাকা)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  কম দামে আকর্ষণীয় ফিচার, লঞ্চ হল Samsung Galaxy A56, Galaxy A36 এবং Galaxy A26

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.