চলে এল Samsung Galaxy S25 সিরিজের এন্টারপ্রাইস এডিশন, পাবেন দুর্দান্ত সিকিউরিটি

গত মাসে লঞ্চ হয়েছে Samsung Galaxy S25 সিরিজ। আজ থেকে ভারতে এই সিরিজের সেল শুরু হয়েছে। সেই সাথে আজ Galaxy S25 সিরিজের এন্টারপ্রাইস এডিশন লঞ্চ করে ফেলল Samsung। এখানে দুটি মডেল রয়েছে – Galaxy S25 এবং Galaxy S25 Ultra এন্টারপ্রাইস এডিশন। আপাতত কয়েকটি দেশে (যেমন – ইউরোপ) প্রি-অর্ডার চালু হয়েছে ফোনগুলির।

S25 সিরিজের মতো এই এডিশনেও রয়েছে একগুচ্ছ এআই ফিচার। এছাড়া বেশ কিছু ফিচার দুই মডেলে একরকম। তবে কিছু পার্থক্যও দেখা যাবে। বিজনেস মডেল এবং এন্টারপ্রাইস ইউজারদের জন্য বিশেষ সিকিউরিটি ও এআই ফিচার রয়েছে এই সিরিজে। এছাড়া দুই ফোনের সঙ্গে পাওয়া যাবে এক বছরের Samsung Knox Suite সাবস্ক্রিপশন এবং ৩ বছর পর্যন্ত বিজনেস সাপোর্ট।

READ MORE:  Vivo T4x 5G Camera: দুর্দান্ত ক্যামেরার Vivo T4x 5G হবে এত সস্তা, লঞ্চের আগেই দাম ফাঁস | Vivo T4x 5G Price in India

স্যামসাংয়ের দাবি, এই ফোনগুলিতে থাকা এআই ফিচার-এর মাধ্যমে ব্যাবসা আরও সংগঠিত করা যাবে এবং কর্মক্ষমতাও বৃদ্ধি করা যাবে। এআই ফিচারটি কলের কথোপকথন সংক্ষেপে তুলে ধরবে, সৃজনশীল লেখা, মিটিংয়ের রেকর্ড এবং অনুবাদ সংক্রান্ত একাধিক কাজে সহযোগিতা প্রদান করবে। বিভিন্ন ডিভাইসে দ্রুত এবং সহজে ডেটা ট্রান্সফার করা যাবে এবং ফোন হারিয়ে গেলে তা Knox প্ল্যাটফর্মের দ্বারা সেটি লক বা ট্র্যাক করতে সাহায্য করবে।

READ MORE:  এই Samsung ফোন ব্যবহারকারীদের মাথায় বাজ, অ্যান্ড্রয়েড ১৫ হতে যাচ্ছে শেষ আপডেট | Samsung Galaxy Smartphone Get Last Android 15 Update

ভারতে Samsung Galaxy S25 এন্টারপ্রাইস এডিশনের দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী, Galaxy S25 Ultra এন্টারপ্রাইস এডিশন লঞ্চ হতে পারে ১,২৬৯ পাউন্ড মূল্যে (ভারতীয় মুদ্রায় প্রায় ১,৩৮,২৫৮ টাকা)। আর বেস মডেলের দাম হতে পারে ৮১৯ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৯,১৯২ টাকা)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  আপনার কাছে Samsung এর এই ফোনগুলি আছে? আপডেট নিয়ে জরুরি ঘোষণা অবশ্যই জানুন

Scroll to Top