চাঁদি ফাটা গরমেও ট্যাঙ্কের জল থাকবে ‘ঠান্ডা ঠান্ডা কুল কুল’, মেনে চলুন এই ৬ টিপস

সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া রোদের তাপে ট্যাংকের জল এতটাই গরম হয়ে যায় যে, স্নান করা তো দূরের কথা, বরং হাত ধোয়াও দুর্বিসহ হয়ে ওঠে। কিন্তু জানেন কি? খুব সহজে কিছু ঘরোয়া টিপস অবলম্বন করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজ আমরা এমন কিছু কার্যকরী কৌশল নিয়ে আলোচনা করব, যেগুলি মেনে চললে আপনি খুব সহজেই আপনার বাড়ির জলের ট্যাংক ঠান্ডা (Water Tank Cooling Tips) রাখতে পারবেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

১) চটের কাপড় বা পাটের বস্তা ব্যবহার করুন

ট্যাংকের উপরে যদি ভেজা চটের কাপড় বা পাটের বস্তা জড়িয়ে দিতে পারেন, তাহলে এটি প্রাকৃতিক কুলারের মতো কাজ করবে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। কাপড়টি মাঝে মাঝে জল দিয়ে ভিজিয়ে দিলে এটি বাইরের তাপ সম্পূর্ণ শোষণ করে নেবে। ফলে ট্যাংকের ভিতরের জল তুলনামূলকভাবে অনেকটাই ঠান্ডা থাকবে। 

READ MORE:  Weather Today: দক্ষিণবঙ্গের ৬ জেলায় হিটওয়েভের সতর্কতা জারি, কী হবে কলকাতায়? আজকের আবহাওয়া | Heat Wave Situation In South Bengal Weather Today

২) ট্যাংকের গায়ে সাদা রং করুন

বিজ্ঞান বলছে, গাড় রঙের তুলনায় সাদা রং সূর্যের আলোকে বেশি প্রতিফলিত করতে পারে। তাই ট্যাংকের বাইরের অংশে সাদা রঙের পেইন্ট করুন। এতে কম তাপ শোষণ হবে এবং ভিতরের জল স্বাভাবিকের তুলনায় অনেকটাই ঠান্ডা থাকবে। এটি একটি দীর্ঘমেয়াদী এবং কার্যকরী উপায়। 


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

৩) ট্যাংকের ঢাকনা সবসময় বন্ধ রাখুন

অনেকেই মনে করেন যে, ট্যাংকের ঢাকনা খুলে রাখলে জল ঠান্ডা থাকে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। বরং ঢাকনা খোলা থাকলে গরম বাতাস সরাসরি ট্যাংকের ভিতরে প্রবেশ করে। ফলের ট্যাংকের জল আরো গরম হয়ে ওঠে। তাই গরমকালে ট্যাংকের ঢাকনা সব সময় ভালোভাবে বন্ধ করে রাখুন।

READ MORE:  ফের ইউটার্ন মারল বাংলার আবহাওয়া, শীত বাড়বে নাকি গরম? জানুন

৪) ছায়াযুক্ত স্থানে ট্যাংক রাখুন

যদি সম্ভব হয়, তাহলে ট্যাংকটিকে ছাদের এমন স্থানে রাখুন, যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না। ছাদের উপর গাছ লাগিয়ে ছায়া তৈরি করলেও এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। এছাড়া ট্যাংকের চারপাশে বাঁশের ছাউনি তৈরি করতে পারেন। তাহলে সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়া যাবে।

৫) পাইপলাইন ঢেকে রাখুন

অনেক সময় ট্যাংকের জল গরম হওয়ার মূল কারণ হয়ে দাঁড়ায় পাইপলাইন। সূর্যের প্রকট তাপে পাইপলাইন প্রচুর পরিমাণে গরম হয়ে যায়। যার ফলে গরম জল ট্যাংকে প্রবেশ করে। এই সমস্যা দূর করতে পাইপটির চারপাশ ভেজা কাপড় দিয়ে জড়িয়ে দিন বা পাইপটিকে কোন ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করুন। এতে সুফল পাবেন।

READ MORE:  বিরাট বেতন বৃদ্ধি, রাজ্যের চিকিৎসকদের জন্য বড় ঘোষণা মমতার

৬) চুন বা মাটির প্রলেপ লাগান

গরমের সময় ট্যাংকের গায়ে চুন বা মাটির প্রলেপ লাগালে জল স্বাভাবিকভাবে অনেকটা ঠান্ডা থাকবে। মাটি বা চুন তাপকে প্রতিফলিত করে তোলে এবং ট্যাংকের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 

গরমের দিনে ট্যাংকের গরম জল সত্যিই অস্বস্তিকর। কিন্তু এই সহজ কয়েকটি উপায় মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। শুধু তাই নয়, এগুলি বিনা খরচে বা খুবই সামান্য খরচে করা যায়। তাই এই সমস্ত কৌশলগুলি এখন থেকেই অবলম্বন করুন। দেখবেন ট্যাংকের জল থাকবে বরফের মত ঠান্ডা।

Scroll to Top