চোখের পলকে ‘আউট অফ স্টক’! দেশজুড়ে ঝড় তুলছে Royal Enfield-এর এই বাইক

বিক্রি শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ‘সোল্ড আউট’ অর্থাৎ স্টক শেষ। এই ঘটনাটি ঘটেছে নতুন লঞ্চ হওয়া Royal Enfield Shotgun 650 Icon এডিশনের সঙ্গে। সম্প্রতি এই বাইক লঞ্চ করে সাড়া ফেলেছে কোম্পানি। মার্কিন কোম্পানি আইকন মোটরসাইকেলের সঙ্গে গাঁটছড়া বেধে দু’চাকাটি হাজির করেছে রয়্যাল এনফিল্ড। এটি একটি কাস্টম এডিশন, যার সীমিত ইউনিট বাজারে ছাড়া হয়েছিল বুধবার।

READ MORE:  Jawa 350 Legacy Edition Launched: রয়্যাল এনফিল্ডের সঙ্গে চলবে ফাইট, Jawa 350 Legacy এডিশন লঞ্চ হল ভারতে | Jawa 350 Legacy Edition Price

বুকিং শুরু হওয়ার কয়েক সেকেন্ডে সোল্ড আউট

বুধবার অর্থাৎ ১২ ফেব্রুয়ারি রাত ৮.৩০ এ নতুন Royal Enfield Shotgun 650 Icon এডিশনের বুকিং শুরু করে। জানা গিয়েছে, এই বাইকের ১০০টি ইউনিট বাজারে ছেড়েছিল কোম্পানি। সীমিত এডিশন হওয়ায় বাইকের বুকিং শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। ভারতে এই বাইকের দাম ৪.২৫ লাখ টাকা (এক্স-শোরুম)। এটি Shotgun মডেলের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের তুলনায় ৬৫,০০০ টাকা দামি।

READ MORE:  Royal Enfield Guerilla 450 Launched: মন জিততে হাজির Royal Enfield-এর নতুন মডেল, রইল দাম, ফিচার্স ও ইঞ্জিনের সব তথ্য | Royal Enfield Guerilla 450 Price

এই মোটরসাইকেলের সঙ্গে একটি রয়্যাল এনফিল্ড জ্যাকেটও বিনামূল্যে পাবেন ক্রেতারা। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আইকন মোটরস্পোর্টসের সহযোগিতায় তৈরি এই মডেলটি EICMA ২০২৪ এবং Motoverse ২০২৪-এ প্রদর্শিত ‘অলওয়েজ সামথিং’ কাস্টম মোটরসাইকেলের উপর ভিত্তি করে তৈরি। যদিও সামগ্রিক পরিকাঠামো স্ট্যান্ডার্ড শটগান 650-এর মতোই রাখা হয়েছে।

এই বাইকে তিন ধরনের রংয়ের ছোঁয়া রয়েছে। শটগান ৬৫০ আইকন এডিশনে, স্ট্যান্ডার্ড শটগান ৬৫০-এর যান্ত্রিক বৈশিষ্ট্যগুলি অপরিবর্তিত রাখা হয়েছে। রয়েছে ৬৪৮ সিসি এয়ার/অয়েল-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন, যা ৭,২৫০ আরপিএম-এ ৪৬.৬ হর্সপাওয়ার এবং ৫,৬৫০ আরপিএম-এ ৫২.৩ এনএম টর্ক উৎপন্ন করে।

READ MORE:  Tesla-র গাড়ি খুব সস্তায় বিক্রি হবে দেশে? আমদানি শুল্ক 95% কমাচ্ছে মোদি সরকার

Scroll to Top