লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ছক্কা হাঁকিয়ে নতুন বছরে কামব্যাক, জানুয়ারি মাসে বিক্রি বাড়ল Hero, Royal Enfield-দের

Updated on:

২০২৫ সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতে বিক্রিতে বৃদ্ধি দেখা গিয়েছে দু’চাকার বাজারে। রয়্যাল এনফিল্ড, সুজুকি, হিরো মটোকর্প এবং টিভিএসের মতো শীর্ষস্থানীয় কোম্পানিগুলি আগের বছরের জানুয়ারির তুলনায় ভালো ব্যবসা করেছে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোম্পানি ঠিক কতগুলি বাইক বিক্রি করল গত মাসে।

Hero MotoCorp

২০২৫ সালের জানুয়ারিতে হিরো মোটোকর্প মোট ৪,৪২,৮৭৩ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করেছে। দেশের বাজারে কোম্পানিটি বিক্রি করেছে ৪,১২,৩৭৮ ইউনিট। অন্যদিকে, মোট রফতানি করেছে ৩০,৪৯৫ ইউনিট। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪১ শতাংশ বৃদ্ধি। মোট বিক্রির মধ্যে ৪,০০,২৯৩ ইউনিট ছিল মোটরসাইকেল এবং ৪২,৫৮০টি ছিল স্কুটার। VIDA V2 ইলেকট্রিক স্কুটার বিক্রি হয়েছে ৬,৬৬৯ ইউনিট।

READ MORE:  দাম কমবে বিদেশি বাইকের, বাজেটে আমদানি কর কমিয়ে চমক কেন্দ্রের

TVS Motor Company

গত মাসে টিভিএস মোটর কোম্পানির মোট বিক্রি হয়েছে ৩,৯৭,৬২৩ ইউনিট। এটি তাদের বিক্রিতে বার্ষিক ১৭% বৃদ্ধি, ২০২৪ সালের জানুয়ারিতে ছিল ৩,৩৯,৫১৩ ইউনিট। দেশে বিক্রি ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্র্যান্ডের মোটরসাইকেল এবং স্কুটার বিক্রির বার্ষিক বৃদ্ধি যথাক্রমে ১২ শতাংশ এবং ২৯ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় ইলেকট্রিক স্কুটারের বিক্রি ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Suzuki Two-Wheeler

২০২৫ সালের প্রথম মাসে সুজুকি মোটরসাইকেল মোট ১,০৮,৯২১ ইউনিট বিক্রি করেছে। ২০২৪ সালের জানুয়ারিতে ছিল ৯৫,৭৬২ ইউনিট, অর্থাৎ ১৪ শতাংশ বৃদ্ধি। দেশের ভিতরে বিক্রি হয়েছে ৮৭,৮৩৪ ইউনিট। বার্ষিক বৃদ্ধি ৯ শতাংশ। রফতানি ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ২০২৫ সালের জানুয়ারিতে ২১,০৮৭ ইউনিটে পৌঁছেছে। ব্র্যান্ডটি ২০২৪-২৫ অর্থবছরে এখনও পর্যন্ত ১০,৪০,০২৫ ইউনিট বিক্রির মাইলফলক অতিক্রম করেছে।

READ MORE:  দেউলিয়া হওয়া KTM-কে বাঁচাতে ১,৩৬৪ কোটি টাকা সাহায্য করছে Bajaj Auto | Bajaj Auto invests 1364 crore in KTM

Bajaj Auto

গত মাসে বাজাজ অটো মোট ৩,৮১,০৪০টি যানবাহন বিক্রি করেছে। দু’চাকা বিক্রি হয়েছে ৩,২৮,৪১৩টি ইউনিট। যার মধ্যে ১,৭১,২৯৯টি দেশের বাজারে এবং বাকি ১,৫৭,১১৪টি আন্তর্জাতিক বাজারে। গত বছরের তুলনায় দেশের বাজারে ২০২৫ সালের জানুয়ারিতে বিক্রি কমেছে ১১ শতাংশ। তবে, রফতানি গত বছরের তুলনায় ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Royal Enfield

২০২৫ সালের জানুয়ারিতে রয়্যাল এনফিল্ড মোট ৯১,১৩২টি মোটরসাইকেল বিক্রি করেছে। যা ২০২৪ সালের জানুয়ারির তুলনায় তুলনায় ২০ শতাংশ বেশি। কোম্পানিটি এই মাসে ১০,০৮১টি মোটরসাইকেল রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৯ শতাংশ বেশি। দেশের মধ্যে বিক্রি ৮১,০৫২টি ইউনিটে পৌঁছেছে, যা গত বছরের জানুয়ারির তুলনায় ১৫ শতাংশ বেশি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Revolt RV BlazeX Launched: ফুল চার্জে ১৫০ কিমি মাইলেজ, অসাধারণ ইলেকট্রিক বাইক লঞ্চ করল ভারতীয় সংস্থা | Revolt RV BlazeX Price

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.